Uttar Kashi | উত্তরকাশীতে ফের হড়পা বান! নিখোঁজ অন্তত ৬০ জন! রয়েছে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা!
Tuesday, August 5 2025, 10:46 am

মঙ্গলবার উত্তরকাশী জেলার থারালি গ্রামের উপর মেঘ ফেটে সৃষ্টি হলো হড়পা বানের।
উত্তরাখণ্ডে ফের ভয়াবহ হড়পা বান! মঙ্গলবার উত্তরকাশী জেলার থারালি গ্রামের উপর মেঘ ফেটে সৃষ্টি হলো হড়পা বানের। এরপরই তীব্র গতিতে নেমে আসে সঙ্গে কাদা পাথরের স্রোত। জানা গিয়েছে, ভেসে গিয়েছে বহু গাড়ি, বাড়ি। ইতিমধ্যেই নিখোঁজ অন্তত ৬০ জন। বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। যে অঞ্চলে এই ধস নেমেছে সেটি আসলে উত্তর কাশী থেকে গঙ্গোত্রীর দিকে যাচ্ছে। যার ফলে গঙ্গোত্রীর কাছে থাকা ধরালী গ্রামে ব্যাপক বিপর্যয় হয়েছে। ভেসে গিয়েছে ধরালি গ্রামের বহু বাড়ি, হোটেল।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরাখন্ড
- হড়পা বান
- প্রাকৃতিক দুর্যোগ