2023 Durga Puja | রেড রোড পুজো কার্নিভালের তারিখ ঘোষণা! প্যান্ডেল হপিংয়ের আগে দেখুন কোথায় কী থিমে পুজো হচ্ছে!

Wednesday, October 18 2023, 12:31 pm
highlightKey Highlights

চলতি পুজো কার্নিভালের তারিখ ঘোষণা। বাড়তে পারে অংশগ্রহণকারীদের সংখ্যাও। দেখুন উত্তর থেকে দক্ষিণ কলকাতার কোথায় কী থিমে পুজো হচ্ছে।


মহালয়া থেকে শুরু হয়ে গিয়েছে পুজো। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা।  ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja) উপলক্ষ্যে মহালয়ার আগেই শহর কলকাতা-সহ বঙ্গের জেলার একাধিক পুজো ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। দ্বিতীয়াতেও দক্ষিণ কলকাতার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, এদিন দূর্গা পুজো ২০২৩ (Durga Puja 2023) উপলক্ষ্যে শহরের প্রখ্যাত পূজা মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসেন ফুটবল তারকা রোনাল্ডিনহো।

মহালয়ার আগেই শহর কলকাতা-সহ বঙ্গের জেলার একাধিক পুজো ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মহালয়ার আগেই শহর কলকাতা-সহ বঙ্গের জেলার একাধিক পুজো ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গত শুক্রবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন শুরু করেন। শহর থেকে জেলায় একাধিক পুজোর উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, জেলা জুড়ে এখনও পর্যন্ত প্রায় ৭০০টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, প্রতিবছরই নবনীড়ের আবাসিকদের সঙ্গে পুজোর কাটান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে  ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja) এর আগেই পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। যার ফলে এবার সব পুজোর ভার্চুয়াল উদ্বোধন করছেন। দ্বিতীয়াতেও উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুচি অনুযায়ী এদিন পূজোর উদ্বোধন হওয়ার কথা একডালিয়া এভারগ্রিন ক্লাব, ফাল্গুনী সংঘ,সিংহী পার্ক,হিন্দুস্তান পার্ক সর্বজনীন, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, শিব মন্দির,মুদিয়ালি, মুক্ত দল, ত্রিধারা,আলিপুর বডিগার্ড লাইনস, ২২ পল্লী, বকুল বাগান, অবসর, গোলমাঠ, ভবানীপুর ৭৬ পল্লী, স্বাধীন সংঘ, ফরওয়ার্ড ক্লাব। সূত্রের খবর দ্বিতীয়ার পর তৃতীয়াতেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কয়েকটি পূজার ভার্চুয়াল উদ্বোধন করতে পারেন। তার প্রস্তুতিও চলছে বলেই নবান্ন সূত্রে খবর।

Trending Updates
তৃতীয়াতেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কয়েকটি পূজার ভার্চুয়াল উদ্বোধন করতে পারেন
তৃতীয়াতেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কয়েকটি পূজার ভার্চুয়াল উদ্বোধন করতে পারেন

উল্লেখ্য, উদ্বোধন হওয়ার আগেই বেশ কিছু মণ্ডপে ভিড় দেখা গিয়েছে দর্শনার্থীদের। শহর থেকে জেলা, সর্বত্রই পুজোর আমেজ। তবে কলকাতার বেশিরভাগ জায়গাতেই রয়েছে থিমের ছোঁয়া। সকল অফিস কর্মীই অপেক্ষায়, কবে ছুটি পড়বে আর প্রতিমা দর্শনে বেরোবেন। তবে প্যান্ডেল হপিংয়ের আগে দেখে নিন  দূর্গা পুজো ২০২৩ (Durga Puja 2023)তে কলকাতার কোথায় কোন প্যান্ডেলে কী থিমে পুজো হচ্ছে।

  • সন্তোষ মিত্র স্কোয়ার: অযোধ্যার রাম মন্দির।
  •  কলেজ স্কোয়ার সার্বজনীন:  মহীশূর প্যালেস।
  • শ্রীভূমি স্পোর্টিং ক্লাব : প্যারিসের ডিজনিল্যান্ড।
  • টালা পার্ক প্রত্যয় : কহন।
উদ্বোধন হওয়ার আগেই বেশ কিছু মণ্ডপে ভিড় দেখা গিয়েছে দর্শনার্থীদের
উদ্বোধন হওয়ার আগেই বেশ কিছু মণ্ডপে ভিড় দেখা গিয়েছে দর্শনার্থীদের
  • কুমোরটুলি পার্ক সর্বজনীন : অ্যামবিশন।
  • আহিরীটোলা সর্বজনীন : অবিনশ্বর।
  • আহিরীটোলা যুবকবৃন্দ : আমার দুর্গা।
  • নলিন সরকার স্ট্রিট : সম্ভাবনা।
  • সিকদার বাগান সাধারণ দুর্গোৎসব : শুদ্ধসূচি।
  • চেতলা অগ্রণী : যে যেখানে দাঁড়িয়ে।
  • বাদামতলা আষাঢ় সংঘ : প্রতিরূপ।
  • কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব : ইচ্ছাপূরণ।
  • সন্তোষপুর লেক পল্লি : স্বতন্ত্র।
  • বেহালা ২৯ পল্লি : দৃষ্টিসুখের সন্ধানে।
  • আলিপুর ৭৮ পল্লি : যান্ত্রিক।
  • তেলেঙ্গাবাগান সর্বজনীন : প্রান্তজনের আত্মকথন।
  • আরবিন্দ সেতু সর্বজনীন : জীবনচক্র।
  •  দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি : আলাপন।
  • উল্টোডাঙা বিধান সংঘ : দু'মুঠো চাল।
  • উল্টোডাঙা পল্লিশ্রী  : অন্তরের অনুভূতিতেই শিল্পের সৃষ্টি।

 দূর্গা পুজো ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : পুজোতে সারারাত বাস চালাবে পরিবহণ দফতর!

  • পাথুরিয়াঘাটা ৫-র পল্লী : এ বার অবগুণ্ঠন খোলো।
  •  বেলেঘাটা ৩৩ পল্লি : শৈলাতি।
  • কাশী বোস লেন : উমারা ফিরুক ঘরে।
  • করবাগান সর্বজনীন : আদৃশ্য বাঁধন।
  • কাঁকুড়গাছি যুবকবৃন্দ : সম্প্রদায়।
  • বন্ধুদল স্পোর্টিং ক্লাব : অঙ্গীকার।
  • অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব : Zoomorphism।
  • অগ্রদূত উদয়ন সংঘের থিম : যা দেবী সর্বভূতেষু।
  • ভবানীপুর স্বাধীন সংঘ : স্মরণে স্মরণীয়।
  • চক্রবেড়িয়া সর্বজনীন : অনুভূতি-বন্ধন-ভাঙন।
কলকাতায় পুজো কার্নিভালের পুজো কমিটিগুলির অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়তে পারে
কলকাতায় পুজো কার্নিভালের পুজো কমিটিগুলির অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়তে পারে

উল্লেখ্য, দশমীতে পুজো শেষ হলেও বাঙালিদের আবেগ যেন বলে 'আরেকটু থেকে যাও মা'! এর জন্যই প্রতি বছর দুর্গাপুজো কার্নিভালের ব্যবস্থা করের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই  দূর্গা পুজো ২০২৩ (Durga Puja 2023)এর কার্নিভাল প্রস্তুতি শুরু হয়েছে। জেলায় জেলায় পুজোর কার্নিভাল প্রস্তুতিও জোরকদমে চলছে। ইতিমধ্যেই কার্নিভাল কীভাবে হবে সেই নিয়ে জেলায় জেলায় তার নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। জানা গিয়েছে, জেলায় জেলায় কার্নিভাল হবে ২৬ সে অক্টোবর। কলকাতায় কার্নিভাল হবে ২৭সে অক্টোবর। উল্লেখ্য, পুজো উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি উপস্থিত থাকলেও রেড রোডের কার্নিভালে অবশ্য তিনি উপস্থিত থাকবেন তা আগেই জানিয়েছেন তিনি। এছাড়াও, সূত্রের খবর, এবার কলকাতায় পুজো কার্নিভালের পুজো কমিটিগুলির অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়তে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File