2023 Durga Puja | মহালয়ার আগেই প্যান্ডেল হপিং-এ আম জনতা! পুজোতে সারারাত বাস চালাবে পরিবহণ দফতর!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

মহালয়ার আগেই বেশ কিছু মণ্ডপে দেখা যাচ্ছে ভিড়। ২০২৩ দূর্গা পুজোয় রাতেও এসি-নন এসি বাস চালাবে পরিবহন দফতর।


রাত পোহালেই মহালয়া! সূচনা দূর্গা পুজো ২০২৩ (Durga Puja 2023)। গতকালই ভার্চুয়ালি একাধিক মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। প্রতিমার দর্শন পাওয়া না গেলেও মণ্ডপ দর্শনে এখন থেকেই ভিড় দেখা যাচ্ছে দর্শনার্থীদের। সময়ের সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়বে। বিশেষত ষষ্ঠীর পর ভোররাত পর্যন্ত রাস্তায় রাস্তায়, মণ্ডপে ভিড় করবেন অসংখ্য মানুষ। এদিকে খেয়াল রেখেই ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত শহরতলিতে সারারাত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।

শহরতলিতে সারারাত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর
শহরতলিতে সারারাত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর
Trending Updates

সূত্রের খবর, ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja)তে বেশি ভিড় হতে পারে মণ্ডপে। কারণ কোভিড মহামারীর পর এবার পুজোতেই মাস্ক ছাড়া নির্ভয়ে বেরোবেন জনগণ। ফলে ট্রাফিক, পরিবহণের দিকে বিশেষ নজর রাখছে কলকাতা পুলিশ (Kolkata Police)। দূর্গা পুজো ২০২৩ (Durga Puja 2023)তে এবার যাতে রাতে নির্বিঘ্নে জনগণ প্রতিমা দর্শন করতে পারে তার জন্য বড় ঘোষণা করলো পরিবহণ দফতর। সূত্রের খবর,  হাওড়া ও শিয়ালদহ স্টেশনকে কেন্দ্র করে আটটি রুটে চালু হবে নৈশকালীন পরিষেবা। শহরের বড় বড় মণ্ডপের সামনে দিয়েই ঘুরবে বাস। পাওয়া যাবে এসি, নন-এসি দু’রকম বাস পরিষেবাই।

পরিবহণ দফতর সূত্রে খবর, ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja) এর চতুর্থী এবং পঞ্চমী সকাল থেকেই শুরু হবে এই দূর্গা পুজো ২০২৩ (Durga Puja 2023) বিশেষ পরিষেবা। জানা গিয়েছে শেষ বাস ছাড়বে ডিপো থেকে ছাড়বে রাত ১২ টায়। কারণ সরকারি অফিস বন্ধ থাকলেও বাকি বেসরকারি অফিস-কাছারি খোলা থাকবে এই দু’দিন। তাই সকাল থেকেই বাস-ট্রাম চালানো হবে। দুপুরের পর বাস-ট্রামের সংখ্যা বাড়বে। অন্যদিকে, ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja) এর  ষষ্ঠী থেকে নবমী রাত ১০টা থেকে শুরু হবে রাত্রিকালীন পরিবহণ দফতরের বিশেষ বাস পরিষেবা।

২০২৩ দূর্গা পুজোয় রাতেও এসি-নন এসি বাস চালাবে পরিবহন দফতর
২০২৩ দূর্গা পুজোয় রাতেও এসি-নন এসি বাস চালাবে পরিবহন দফতর

এই প্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, রাতে ঠাকুর দেখতে বেরিয়ে যাতে দর্শনার্থীরা সমস‌্যায় না পড়েন সেকথা মাথায় রেখেই পর্যাপ্ত বাস-ট্রাম সারারাত চালানো হবে। কলকাতায় দুই শিফটে হাজারের বেশি সরকারি বাস নামানো হবে। দিনের বাকি সময় তো চলবেই। তাছাড়া অ‌্যাপ ক‌্যাব, ট‌্যাক্সি তো থাকেই। ফলে দূর্গা পুজো ২০২৩ (Durga Puja 2023)তে রাস্তায় চলাফেরায় অসুবিধা হবে না আম জনতার। কেবল সরকারি বাসই নয়, পুজোর রাতে চলবে পর্যাপ্ত বেসরকারি বাস-মিনিবাসও।

কলকাতায় দুই শিফটে হাজারের বেশি সরকারি বাস নামানো হবে
কলকাতায় দুই শিফটে হাজারের বেশি সরকারি বাস নামানো হবে

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের একঝাঁক পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে ইতিমধ্যেই প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন অনেকে। দুপুরেই দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক, একডালিয়া এভারগ্রিন, ত্রিধারা সম্মিলনীতে অবাক চোখে মণ্ডপের কারুকার্য দেখতে জড়ো হয়েছিলেন তরুণ-তরুণী থেকে মধ্যবয়স্ক দম্পতি।উত্তরের হাতিবাগান সর্বজনীনেও দেখা গেলো আম জনতার প্যান্ডেল হপিং। শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপ বন্ধ থাকলেও, দিনভর লোকজন বাইরে থেকেই উঁকিঝুঁকি মারছেন। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে শ্রীভূমির 'ডিজনিল্যান্ডে'র দৃশ্যও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File