2023 Durga Puja | পুজো উদ্বোধনের সঙ্গে একাধিক কর্মসূচি নিয়ে শহরে ফুটবল ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো! কলকাতার 'রামমন্দির' উদ্বোধনে শাহ!

Wednesday, October 18 2023, 12:31 pm
highlightKey Highlights

২০২৩ দূর্গা পুজো উপলক্ষ্যে একাধিক মণ্ডপ উদ্বোধনে এবং আরও কর্মসূচি নিয়ে রবিবার শহরে এসে পৌঁছেছেন রোনাল্ডিনহো। সন্তোষ মিত্র স্কোয়ারের রামমন্দিরের আদলে তৈরী মণ্ডপ উদ্বোধনে শহরে অমিত শাহ।


গতকাল, রবিবার রাতেই কলকাতায় পা রেখেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ফুটবলার রোনাল্ডিনহো (Ronaldinho)। ইতিমধ্যেই দ্বিতীয়ায় একাধিক কর্মসূচি শুরু করে দিয়েছেন রোনাল্ডিনহো (Ronaldinho)। অন্যদিকে কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের  রাম মন্দিরের আদলে পুজো মণ্ডপ উদ্বোধন করতে আজ, সোমবারই শহরে আসছেন অমিত শাহ (Amit Shah)।

২০২৩ দূর্গা পুজো  উপলক্ষ্যে শহরে রোনাল্ডিনহো ও অমিত শাহ 
২০২৩ দূর্গা পুজো উপলক্ষ্যে শহরে রোনাল্ডিনহো ও অমিত শাহ 

 শনিবার, মহালয়া থেকেই শারোদোৎসবে মেতে উঠেছে গোটা বঙ্গ। এপরের দিন, রবিবারই শহরে পা রাখলেন ব্রাজিলের তারকা ফুটবলার ও বিশ্ব ফুটবলে জাদুকর রোনাল্ডিনহো (Ronaldinho)। দুবাই হয়ে রবিবার সন্ধ্যেতে কলকাতা বিমানবন্দরে নামেন কিংবদন্তি ফুটবলার। রবিবার বিমানবন্দরে রোনাল্ডিনহোকে একবার দেখার জন্য ভিড় করেন অসংখ্য ভক্তরা। রোনাল্ডিনহো (Ronaldinho)কে স্বাগত জানাতে ব্রাজিলের পতাকা হাতে উপস্থিত ছিলেন কলকাতার ফুটবল প্রেমীরা। দমকল মন্ত্রী সুজিত বসুও উপস্থিত ছিলেন বিমানবন্দরে। তিনি উত্তরীয় পরিয়ে, বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি উপহার দিয়ে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে বিশেষভাবে স্বাগত জানান। এরপর সরাসরি বাইপাস লাগোয়া বিলাসবহুল হোটেলে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Trending Updates
রবিবারই শহরে পা রাখলেন ব্রাজিলের তারকা ফুটবলার ও বিশ্ব ফুটবলে জাদুকর রোনাল্ডিনহো
রবিবারই শহরে পা রাখলেন ব্রাজিলের তারকা ফুটবলার ও বিশ্ব ফুটবলে জাদুকর রোনাল্ডিনহো

দ্বিতীয় অর্থাৎ আজ, সোমবার কর্মসূচি অনুযায়ী সকালে মার্লিন গ্রুপের অ্যাকাডেমির অনুষ্ঠান, রাজারহাটে আর ১০ (R10) অ্যাকাডেমিতে। সেখানে পা রেখেই টের পেলেন কলকাতার ফুটবল উন্মাদনা। অ্যাকাডেমিটি তৈরি করা হয়েছে রোনাল্ডিনহোর নামেই। সেই অ্যাকাডেমির উদ্বোধন করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। সেখানে নিজের নামাঙ্কিত অ্যাকাডেমিতে জঙ্গলমহলের ফুটবলারদের সঙ্গে সময় কাটান। এরপর কলকাতার দু'টি বিখ্যাত পুজো মণ্ডপে যাওয়ার কথা ২০০২ বিশ্বকাপ জয়ী দলের সদস রোনাল্ডিনহোর। প্রথমে যাওয়ার কথা দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমিতে। সেখান থেকে আহিরিটোলা যুবকবৃন্দের পুজোতে যাবেন তারকা ফুটবলার। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) বাড়িতেও যাওয়ার কথা রয়েছে রোনাল্ডিনহোর। সেখানে সম্ভবত নিজের সই করা জার্সি উপহার দেবেন মুখ্যমন্ত্রীকে।

কেবল সোমবারই নয়, মঙ্গলবারেও একাধিক কর্মসূচি রয়েছে রোনাল্ডিনহোর। সেদিন সকালে সেন্ট জেভিয়ার্সের (St. Xavier) একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। এরপর কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানেও যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর মহেশতলায় বাটা স্টেডিয়ামে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার দলের সঙ্গে মন্ত্রী সুজিত বন্দোপাধ্যায়ের দলের ম্যাচ ফর ইউনিটিতে অংশ নেবেন ব্রাজিলের তারকা ফুটবলার। মূলত এই অনুষ্ঠানের অপেক্ষাতেই রয়েছেন শহরের ফুটবলপ্রেমীরা। কারণ এই অনুষ্ঠানে বল পায়ে দেখা যাবে ফুটবলের ম্যাজিশিয়ানকে। অন্তত দশ মিনিট খেলবেন তিনি। প্রসঙ্গত, বুধবার কলকাতা থেকে একদিনের জন্য ঢাকা (Dhaka) সফরে যাওয়ার কথা রয়েছে  রোনাল্ডিনহোর।

ঙ্গলবারেও একাধিক কর্মসূচি রয়েছে রোনাল্ডিনহোর
ঙ্গলবারেও একাধিক কর্মসূচি রয়েছে রোনাল্ডিনহোর

অন্যদিকে, ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja)র শিয়ালদহের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে অমিত শাহ। এদিন বিকেল ৩টে ২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা শাহর। যান গিয়েছে, তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukant Majumder)। বিমানবন্দর থেকে শাহ হেলিকপ্টারে যাবেন রেসকোর্স হেলিপ্যাডে। রেসকোর্সে শাহকে স্বাগত জানাতে হাজির থাকবেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh), রাজ্য বিজেপির সহ-সভাপতি মধুছন্দা কর (Madhuchanda Kar), শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh), রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। এরপর রেসকোর্স থেকে ৩টে ৪০ মিনিটের মধ্যে শাহের কনভয় শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে।

শিয়ালদহের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে অমিত শাহ
শিয়ালদহের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টেয় ২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja) উপলক্ষ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো উদ্বোধন করবেন তিনি। সূত্রের খবর, পুজো উদ্বোধনের অনুষ্ঠানে শাহের সঙ্গে সুকান্ত ছাড়াও থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্য নেতারা। রাহুল সিংহ, শঙ্কর ঘোষ, জগন্নাথ সরকার, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোরা প্রমুখরা বিকেল থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলে বিকেল ৪টে ৪৫ মিনিটে আবার রেসকোর্সের উদ্দেশে রওনা দেবে শাহের কনভয়। সেখান থেকে কপ্টারে বিমানবন্দরে পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ৫টা ২০ মিনিটে তাঁর বিমান দিল্লির উদ্দেশে পাড়ি দেবে। সব মিটিয়ে রাত ৮টার মধ্যে কৃষ্ণ মেনন মার্গে নিজের বাসভবনে ফিরে যাবেন শাহ। প্রসঙ্গত, সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম রামমন্দির। সেই আদলেই গড়ে উঠেছে পুজোর মণ্ডপ। রাতে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থাও রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File