বর্ষবরণের রাতে শহরে জমিয়ে শীত। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শৈত্যপ্রবাহের পরিস্থিতি দিল্লিতে,জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন।তাপমাত্রা নামল ৩ ডিগ্রির নীচে।
কাঁপছে উত্তর ভারত! প্রবল তুষারপাতে তাণ্ডব চালাচ্ছে হিমাচল থেকে কাশ্মীর।
নিভারের তাণ্ডযে বিপর্যস্ত পুদুচেরি, তামিলনাড়ুতে মৃত ৩। শক্তি হারাচ্ছে নিভার, জানাল আবহাওয়া দফতর।