Sikkim Snowfall | বরফের চাদরে ঢাকলো সিকিমের বিস্তীর্ণ এলাকা! ইয়ুমথাং, লাচেন, লাচুংয়ে হচ্ছে সোমবার থেকে তুষারপাত

Thursday, December 12 2024, 11:28 am
highlightKey Highlights

সাদা বরফে ঢেকে গেলো সিকিমের বিস্তীর্ণ এলাকা। সোমবার রাত থেকে সেখানে শুরু হয়েছে তুষারপাত।


সাদা বরফে ঢেকে গেলো সিকিমের বিস্তীর্ণ এলাকা। সোমবার রাত থেকে সেখানে শুরু হয়েছে তুষারপাত। যার ফলে ইয়ুমথাং, লাচেন, লাচুং হয়ে উঠেছে বরফের দেশ। এদিকে প্রায় তেরো মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে গিয়েছে লাচেন। স্বাভাবিকভাবেই উচ্ছাসিত পর্যটকরা। অন্যদিকে, আবহাওয়া দফতর থেকে দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে। ওই পরিস্থিতিতে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে বলে সম্ভাবনা। ঘন কুয়াশার জন্য উড়ান এবং রেল পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File