Cyclone Fengal | নভেম্বরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ফেনজাল'! কোথায় ল্যান্ডফল করবে এই সাইক্লোন?
Wednesday, November 20 2024, 1:27 pm
Key Highlights
দক্ষিণ আন্দামান সাগরে ২১ তারিখে এই অ্যাকটিভ ওয়েদার চ্যানেলটি পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে৷
নভেম্বর মাসেই বঙ্গোপসাগরে তৈরী হবে আরেক সাইক্লোন! IMDর খবর অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগরে ২১ তারিখে এই অ্যাকটিভ ওয়েদার চ্যানেলটি পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে৷ এরপর ২৩ তারিখে এটি সুগভীর নিম্নচাপে পরিণত হবে৷ ফেনজাল নামের এই সাইক্লোন নভেম্বরের ২৬ থেকে ২৭ তারিখ আঘাত হানবে শ্রীলঙ্কায়। অতি শক্তিশালী এই সাইক্লোনের জেরে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানম, রায়লসীমাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে৷ উল্লেখ্য, এই সাইক্লোনের নাম দিয়েছে সৌদি আরব।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- সাইক্লোন
- ঘূর্ণিঝড়