Sandakphu Snowfall । শীতের বিকেলে মরসুমের প্রথম স্নো ফলের সাক্ষী থাকলো সান্দাকফু, পাহাড়রানী দার্জিলিঙ ঢাকলো বরফের চাদরে
Thursday, November 21 2024, 3:51 pm
Key Highlights
মরশুমের প্রথম বরফপাত হলো শৈলশহর দার্জিলিংয়ে। সান্দাকফুর চূড়া ঢাকলো কুচি কুচি বরফে।
মরশুমের প্রথম বরফপাত হলো শৈলশহর দার্জিলিংয়ে। সান্দাকফুর চূড়া ঢাকলো কুচি কুচি বরফে। পযটকরা দার্জিলিংয়ের সেই ছবিগুলিই পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। বিকেল থেকেই তুষারপাত শুরু হওয়ায় একধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমেছে দার্জিলিং শহর ও সংলগ্ন এলাকায়। সান্দাকফু,ফালুটসহ বিস্তীর্ণ অঞ্চল ঢেকেছে সাদা বরফের চাদরে। আবহাওয়া দফতর জানাচ্ছে, পরবর্তী কয়েকদিনে শীত বাড়বে, কমতে থাকবে তাপমাত্রা। এই খবরে খুশি পর্যটকরা।
- Related topics -
- রাজ্য
- দার্জিলিং
- সান্দাকফু
- আবহাওয়া
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া দফতর
- সর্বোচ্চ তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- তাপমাত্রা
- সোশ্যাল মিডিয়া
- পর্যটক
- বরফের হ্রদ
- তুষারপাত
- পশ্চিমবঙ্গ
- পর্যটন কেন্দ্র
- ন্যাশনাল হেরিটেজ
- মৌসম ভবন
- ফেসবুক
- ভ্রমণ