Cyclone Fengal | গত ৩০ বছরে সর্বোচ্চ বৃষ্টি! ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে বন্যা পরিস্থিতি পুদুচেরিতে

Sunday, December 1 2024, 11:57 am
highlightKey Highlights

আবহাওয়াবিদরা বলছেন, এর আগে গত ৩০ বছরে এত বৃষ্টিতে আগে কোনও দিন হয়নি সেখানে।


শনিবার সন্ধ্যায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। এই সাইক্লোন জেরে প্রচুর বৃষ্টি হচ্ছে পুদুচেরিতে। এমনকি আবহাওয়াবিদরা বলছেন, এর আগে গত ৩০ বছরে এত বৃষ্টিতে আগে কোনও দিন হয়নি সেখানে। ১লা ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮.৪ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৯৫ থেকে ২০২৪ সালের মধ্যে সর্বোচ্চ। এদিকে প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে বলে খবর। ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তথা NDRF উদ্ধারকাজে নেমেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File