WB Weather | শীতের প্রথম স্পেলে আরও কমবে তাপমাত্রা! কলকাতায় তাপমাত্রার পারদ পৌঁছবে ১৮র ঘরে
Monday, November 18 2024, 12:16 pm
Key Highlights
আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের আমেজের এই প্রথম স্পেল অন্তত আগামী ৮ দিন থাকবে। ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও পারদ পতন হবে বলে পূর্বাভাস।
একধাক্কায় তাপমাত্রার পারদ পতন। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের কোনও কোনও জেলায় ১৩র ঘরে নামলো তাপমাত্রা। শহর কলকাতায় তাপমাত্রা নেমে পৌছালো ১৮। এরই মধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের আমেজের এই প্রথম স্পেল অন্তত আগামী ৮ দিন থাকবে। ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও পারদ পতন হবে বলে পূর্বাভাস। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। কলকাতায় রাতের তাপমাত্রা ১৯ থেকে নেমে ১৮.৮ ডিগ্রি ছুতে পারে। দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। উত্তরবঙ্গে শীতের আমেজে মনোরম পরিবেশ এই গোটা সপ্তাহ।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা
- শীত
- শীত ঋতু