ODI Cricket World Cup 2023 | বিশ্বকাপের চারটি ম্যাচে নিষিদ্ধ আতশবাজি! ভারত-সহ বিশ্বকাপে শেষ চারের দৌড়ে কে কোথায়?

Wednesday, November 1 2023, 3:31 pm
highlightKey Highlights

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ জয়ের দৌড়ে প্রথমেই রয়েছে বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া। সেমিফাইনালে ওঠার জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দেখুন বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিলে কে কোথায় রয়েছে।


হাড্ডাহাড্ডি চলছে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) লড়াই। ইতিমধ্যেই ক্রিকেট মহারণ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। এদিকে দুর্দান্ত পারফর্ম করছে ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad)। তবে দল থেকে আপাতত বাইরেই রয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। অন্যদিকে, চোট পেয়ে ইংল্যান্ড ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন দলের নির্ভরযোগ্য অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। কবে বিশ্বকাপের মাঠে নামবেন হার্দিক? বিশ্বকাপের শেষ চারের লড়াইতেই বা কে কে থাকতে পারে? দেখুন ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর খুঁটিনাটি।

হাড্ডাহাড্ডি চলছে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর শেষ চারে ওঠার লড়াই 
হাড্ডাহাড্ডি চলছে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর শেষ চারে ওঠার লড়াই 

চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন হার্দিক। তারপর থেকে রিহ্যাব রয়েছেন ভারতীয় (Indian Cricket Team) অলরাউন্ডার। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, আপাতত হার্দিকের অভাব বোঝা না গেলেও দলের ভারসাম্য রাখতে তাঁকে খুবই দরকার। এদিকে হার্দিক নিজেও মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থ্য হয়ে ওঠার জন্য নেওয়া হচ্ছে সবরকমের ব্যবস্থাও। তবে বিসিসিআই (BCCI) সূত্রে খবর, একেবারে সেমিফাইনালে নামানো হতে পারে তারকা অলরাউন্ডারকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে খেলবে ভারত। সম্ভবত সেই ম্যাচে ফিরতে পারেন হার্দিক।

Trending Updates

অন্যদিকে গলফ কার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ম্যাক্সওয়েল। গলফ কার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান অজি তারকা। রিপোর্ট অনুযায়ী গলফ কার্টের পিছনে বসেছিলেন গ্লেন। সেখান থেকেই নামতে গিয়ে পড়ে যান। তাঁর মাথায় এতটাই জোরে আঘাত লাগে যে সংজ্ঞা হারিয়ে ফেলেন ম্যাক্সওয়েল। তড়িঘড়ি অজি তারকাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং প্রাথমিক চিকিৎসার পরে ছেড়েও দেওয়া হয় তাঁকে। তবে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না বলেই খবর। আগামী শনিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) বিশ্বকাপের লিগ ম্যাচে সম্মুখসমরে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে হাতে কয়েকটা দিন সময় থাকলেও ম্যাক্সওয়েলের তড়িঘড়ি মাঠে নেমে পড়া মুশকিল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ক'দিন আগেই বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের রেকর্ড গড়া গড়েছেন গ্লেন। ম্যাক্সওয়েল চলতি বিশ্বকাপের ৬টি ম্যাচে ব্যাট করতে নেমে ৩৯.২০ গড়ে ১৯৬ রান সংগ্রহ করেছেন

সুস্থ্য হয়ে সেমিফাইনালে বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়ার হয়ে খেলতে নামতে পারেন হার্দিক পাণ্ড্য 
সুস্থ্য হয়ে সেমিফাইনালে বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়ার হয়ে খেলতে নামতে পারেন হার্দিক পাণ্ড্য 

উল্লেখ্য, বর্তমানে বিশ্বকাপের লড়াইয়ে নিউ জিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটাকে বাদ দিলে গ্রুপস্তরে আর বাকি রয়েছে ১৪টা ম্যাচ। ফলে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) শেষ চারে যাওয়ার লড়াই এখন হাড্ডাহাড্ডি জায়গায় চলে এসেছে। বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) এ প্রথম স্থানেই রয়েছে বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া (World Cup 2023 Team India)। ৬টার মধ্যে প্রতিটা ম্যাচই জিতেছে ভারত। টিম ইন্ডিয়াকে এরপর শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। ১৪ পয়েন্ট পেলেই সেমিফাইনালে উঠে যাবে ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad)।

বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া (World Cup 2023 Team India)র পরেই ১০ পয়েন্টই নিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউ জিল্যান্ড, ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার। উল্লেখ্য, আজ, ১লা নভেম্বরই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলছে সাউথ আফ্রিকা। এই তিনটের মধ্যে আর একটা ম্যাচ জিততে পারলে তারাও সেমিফাইনালে নাম লেখাবে। এদিকে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে তৃতীয়স্থানে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে নিউ জিল্যান্ড। আজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ছাড়াও পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। এর মধ্যে একটি ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালে চলে যাবে নিউ জিল্যান্ড। ফলে এদিনের দক্ষিণ আফ্রিকা বনাম নিউ জিল্যান্ডের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া 
বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া 

বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) এর চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্য়ান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ বাকি আছে তাদের। বিশ্বকাপের শেষ চারে যেতে তাদের খুব অসুবিধা হবে না বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে, এই দৌড়ে পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। বাংলাদেশকে হারালে সেমিফাইনালে যাওয়ার আশা রয়েছে। তবে তাদের বাকি ম্যাচগুলো জেতার পাশাপাশি নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্টও নষ্ট করতে হবে।  ৬ পয়েন্ট ষষ্ঠ স্থানে রয়েছে আফগানিস্তান। নেদারল্য়ান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে আফগানিস্তানকে। অন্যদিকে ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে শেষ চারে ওঠার সুযোগ রয়েছে তাদের। শ্রীলঙ্কা, নেদারল্যান্ড ও ইংল্যান্ড এই তিনটি দলই পয়েন্ট তালিকায় শেষে রয়েছে। বাংলাদেশও রয়েছে, তবে তারা ছিটকে যাওয়ায় তাদের ধরা হচ্ছে না।

দূষণের জেরে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর চারটি ম্যাচে আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 
দূষণের জেরে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর চারটি ম্যাচে আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 

প্রসঙ্গত, বিশ্বকাপের চারটি ম্যাচে দেখা যাবে না আতশবাজির রোশনাই। মুম্বই ও দিল্লিতে বিশ্বকাপের যে ম্যাচগুলি রয়েছে সেখানে আতশবাজির প্রদর্শনী হবে না ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এর কারণ আর কিছু নয়, বায়ু দূষণ। চলতি বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে আতশবাজির রোশনাই। কোনও ম্যাচে খেলা চলাকালীন, তো কোনও ম্যাচে খেলা শেষে স্টেডিয়ামের আলো বন্ধ করে দিয়ে বাজি ফাটানো হচ্ছে। কিন্তু দিল্লি ও মুম্বইয়ের দূষণের মাত্রা এতটাই বেশি যে সেখানে আতশবাজি ফাটালে আরও বেড়ে যাবে দূষণের মাত্রা। ফলে পরিবেশের কথা ভেবেই মুম্বই ও দিল্লিতে বিশ্বকাপের যে ম্যাচগুলি রয়েছে সেখানে আতশবাজির প্রদর্শনী হবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File