ODI Cricket World Cup 2023 | ছোট চোট নয়, লিগামেন্ট ছিড়েছে হার্দিকের! বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন অলরাউন্ডার!

Thursday, October 26 2023, 12:52 pm
highlightKey Highlights

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ আর হয়তো খেলতে পারবেন না হার্দিক পাণ্ড্য। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে পায়ের লিগামেন্ট ছিড়েছে তাঁর। হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে চিন্তায় বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া।


হার্দিক পান্ডিয়ার চোট (Hardik Pandya Injury) রীতিমত চিন্তা ধরিয়েছে বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়াকে (World Cup 2023 Team India)। প্রথমে সামান্য গোড়ালিতে চোট পেয়েছেন বলে জানা গেলেও বর্তমানে জানা গিয়েছে, তাঁর গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। ফলে এখন কেবল গ্রুপ পর্বের ম্যাচ নয় গোটা ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) থেকেই বাদ যেতে পারেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

 চোটের কারণে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া 
 চোটের কারণে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া 

গত বৃহস্পতিবার বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে নবম ওভারে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মেরেছিলেন লিটন দাস আর সেই বলই পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক। কিন্তু তখনই পায়ে চোট পান তিনি। হার্দিকের পায়ের উপর তাঁর পুরো শরীরের ওজন পড়ে গিয়েছিল। এরপর মাঠেই শুয়ে কাতরাতে শুরু করেন পাণ্ড্য। সঙ্গে সঙ্গে ছুটে আসে মেডিক্যাল টিম। এরপর হার্দিককে সরিয়ে নিয়ে যাওয়া হয় মাঠ থেকে। ওই ম্যাচে আর বল করতে পারেননি তিনি। সেই সময় ওভারের তিনটি বল বাকি ছিল। যা স্বাভাবিকভাবেই করতে পারেন নি হার্দিক। তিনটি বল করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।

Trending Updates

হার্দিক পান্ডিয়ার চোট (Hardik Pandya Injury) পাওয়ার পর প্রথমে জানা গিয়েছিলো গোড়ালিতে সামান্য চোট। কিন্তু গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে তাঁর। জানা গিয়েছে, হার্দিকের চোট নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি হার্দিক সম্পূর্ণ সুস্থ না হলে তাঁকে মাঠে নামতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হার্দিক। সেখানেই তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকেরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, নীতিন পটেলের নেতৃত্বে একটি মেডিক্যাল দল হার্দিকের চোট খতিয়ে দেখছে। প্রথমে এই চোট সামান্য মনে হলেও এখন দেখে মনে হচ্ছে হার্দিকের গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। যা ঠিক হতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। হার্দিকের চোট খতিয়ে দেখে তারপরেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। তবে বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া (World Cup 2023 Team India) যে  হয়ে হার্দিক পাণ্ড্য যে গ্রূপ পর্বে খেলতে পারবেন না তা নিশ্চিত। তবে এখন তিনি চলতি বিশ্বকাপেও খেলতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। সব দিক খতিয়ে দেখে তবেই কোনও সিদ্ধান্ত নেবে চিকিৎসকেরা। জোর করে খেলানো হবে না বলেই জানা গিয়েছে।

হার্দিক পান্ডিয়ার চোটের কারণে চিন্তিত বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া 
হার্দিক পান্ডিয়ার চোটের কারণে চিন্তিত বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া 

প্রসঙ্গত, ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023)এ এদিন, ২৬সে অক্টোবর মুখোমুখি খেলার মাঠে নেমেছে  ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের এই ২৫তম ম্যাচটা দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। কারণ দুই দলই চলতি বিশ্বকাপে অন্যতম খারাপ ফর্মে রয়েছে। বর্তমানে বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) অনুযায়ী দুই দলই একই পয়েন্ট নিয়ে রয়েছে শেষের দিকে। ইংল্য়ান্ড রয়েছে অষ্টম স্থানে আর শ্রীলঙ্কা রয়েছে সপ্তম স্থানে। এইদিন বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium in Bangalore) মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ২৫তম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-শ্রীলঙ্কা 
ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ২৫তম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-শ্রীলঙ্কা 

দুই দল এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে ৭৮ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ইংল্য়ান্ড জিতেছে ৩৮টা ম্যাচ আর শ্রীলঙ্কা জিতেছে ৩৬টা। তিনটে ম্যাচে ফল বেরয়নি। ড্র হয়েছে একটা ম্যাচ। ফলে হেড টু হেডের দিক থেকে দুই দলই একই জায়গায় রয়েছে। প্রসঙ্গত, বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) অনুযায়ী এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে ভারত। এরপর দ্বিতীয়স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, তৃতীয়স্থানে রয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ-পঞ্চম-ষষ্ঠস্থানে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান। সপ্তমস্থানে রয়েছে শ্রীলঙ্কা, অষ্টম নবম এবং দশম স্থানে যথাক্রমে রয়েছে ইংল্যান্ড-বাংলাদেশ এবং নেদারল্যান্ডস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File