আন্তর্জাতিক সম্পর্ক

তীব্র দাবদাহে পুড়ছে হাজার হাজার একর জঙ্গল, দাবানলের গ্রাসে ইউরোপ এবং আফ্রিকার নানা দেশের জঙ্গল

তীব্র দাবদাহে পুড়ছে হাজার হাজার একর জঙ্গল, দাবানলের গ্রাসে ইউরোপ এবং আফ্রিকার নানা দেশের জঙ্গল
Key Highlights

দাবানলের গ্রাসে একরের পর একর জঙ্গল। আক্ষরিক অর্থেই তীব্র দাবদাহে জ্বলছে ইউরোপ এবং আফ্রিকার একাংশ।

পর্তুগালের মতোই বেহাল দশা স্পেনেরও। দাবানলের জেরে সে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে আবহওয়া দফতর। স্পেনের কয়েকটি অঞ্চলে তাপমাত্রার পারদ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে বলে জানানো হয়েছে।

স্পেনের বহু এলাকায় হেলিকপ্টারের সাহায্যে জল ঢেলে দাবানল নেভানোর কাজে নেমেছে দমকলবাহিনী

স্পেনে দাবানলের কারণে ক্ষয়ক্ষতি সামলাতে দমকলের পাশাপাশি দেশের সেনাবাহিনীর ৬০০টির বেশি আপৎকালীন ইউনিটকে কাজে নামানো হয়েছে। শুধুমাত্র উত্তর-পশ্চিম অঞ্চলেই ৩,৬০০ হেক্টর জমি দাবানলের গ্রাসে চলে গিয়েছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২৭,০০০ একর এলাকায় দাবানল ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার দুপুরে ওই অঞ্চলের ১৪ হাজারেও বেশি বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে।

স্পেন, ফ্রান্সের পর এ বার ব্রিটেনেরও দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। গ্রিস, মরক্কো ছাড়াও চলতি সপ্তাহে ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরিতেও দাবানল ছড়িয়েছে। দাবানলের জেরে ক্ষয়ক্ষতির ছাড়াও তীব্র দাবদাহে শুধুমাত্র স্পেনেই ১০ থেকে ১৫ ই জুলাই এই পাঁচ দিনে ৩৬০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্পেনের একটি চিকিৎসাকেন্দ্র।


North Bengal | উন্নত হচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি, দুর্যোগের মেঘ কেটে দেখা গেলো রোদ! খুললো NH10!
IND W VS PAK W | এশিয়া কাপের পুনরাবৃত্তি, হ্যান্ডশেক করলেন না হরমনপ্রীত-ফতিমা
North Bengal | উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা শিলিগুড়িতে, কোন পথে আসছে ট্রেন?
IND W VS PAK W | পোকামাকড়ের উৎপাত! সাময়িকভাবে থমকালো মহিলাদের ভারত-পাক বিশ্বকাপ
North Bengal | উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, ভেঙে পড়লো দুধিয়া সেতু, ধস নেমেছে NH10-এ
Train Cancelled | পুজোর মরশুমে বর্ধমান-আসানসোল রুটে বাতিল একাধিক ট্রেন, চলবে ইন্টারলকিংয়ের কাজ
Devi Skandhamata | পঞ্চমী-তে দেব সেনাপতি কার্তিককে কোলে নিয়ে পূজা নেন মা স্কন্দমাতা, অভয়মুদ্রায় সন্তানধারণের বর দেন দেবী