MPL | আইপিএলের আবহে উদ্বোধন মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের! খেলবেন প্রতিভাবান মহিলা-পুরুষ ক্রিকেটাররা

Wednesday, May 28 2025, 4:51 am
MPL | আইপিএলের আবহে উদ্বোধন মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের! খেলবেন প্রতিভাবান মহিলা-পুরুষ ক্রিকেটাররা
highlightKey Highlights

মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ দ্বিতীয় সংস্করণের সরকারি ভাবে ঢাকে কাঠি পড়ে গেল। পুরুষদের লিগে টিম বাড়ল, তেমনই শুরু হচ্ছে মহিলাদের ক্রিকেট লিগও।


৩ জুন অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের ফাইনাল। তার আগেই মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন হয়ে গেলো। লিগের দ্বিতীয় বছরেও টুর্নামেন্ট হবে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে। এদিন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার তত্বাবধানে পুরুষ এবং মহিলা উভয় দলের জার্সি উন্মোচন হলো। পুরুষদের লিগের টিম: গোয়ালিয়র চিতাস, ভোপাল লেপার্ডস, জব্বলপুর রয়্যাল লায়ন্স, রেবা জাগুয়ার্স, ইন্দোর পিঙ্ক প্যান্থার্স, চম্বল ঘড়িয়াল্স, বুন্দেলখণ্ড বুলস। মেয়েদের লিগের টিম: চম্বল ঘড়িয়াল্স, ভোপাল উলভস, বুন্দেলখণ্ড বুলস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File