Key Highlights
কিছুদিন আগেই কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রাখাল বেরাকে জামিন দিয়েছিল। এরপর রাজ্য সরকার ফের রাখালের বিরুদ্ধে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলার আবেদন জানায়। হাইকোর্ট রাজ্যের কথা শুনছিল। এরইমধ্যে ফের গ্রেফতার করা হয় রাখালকে। এবিষয়ে রাজ্য সরকারের কাছে হাইকোর্ট বেশকিছু উত্তর জানতে চেয়েছে। যেমন - সিঙ্গল বেঞ্চ জামিন দেওয়া স্বত্বেও বিনা অনুমতিতে কেন তাকে গ্রেফতার করা হল? রাজ্যের এতো তাড়াহুড়ো কিসের? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কেন এই গ্রেফতারির বিষয়ে জানেনা? কেন জানানো হল না হাইকোর্টকে? ইত্যাদি।
- Related topics -
- রাজ্য
- কলকাতা হাইকোর্ট
- রাজ্য সরকার