পরিবহন

নতুন ব্যবস্থা চালু করছে পরিবহণ দফতর! সরকারি বাসের সময় জানতে এবার সহায়তা করবে গুগল

নতুন ব্যবস্থা চালু করছে পরিবহণ দফতর! সরকারি বাসের সময় জানতে এবার সহায়তা করবে গুগল
Key Highlights

চালু করা হচ্ছে নতুন ব্যবস্থা, এই প্রক্রিয়া বাস্তবায়িত করতে সাহায্য নেওয়া হচ্ছে গুগল ম্যাপের। বাসের কন্ডাক্টরদের কাছে থাকা ইলেক্ট্রনিক টিকেটিং মেশিন সিস্টেমেই বসানো থাকবে নতুন যন্ত্র

রাজ্য পরিবহণ নিগমের অধীনে থাকা বাসের হদিস দেবে গুগল। শহরের যে কোনও বাসস্টপে দাঁড়িয়ে ইংরেজিতে বাস বিটুইন লিখে গন্তব্যের নাম এবং নির্দিষ্ট স্টপের নাম লিখে সার্চ করলেই জানা যাবে সংশ্লিষ্ট বাসের সময় এবং অবস্থান। এই সুবিধা চালু হয়ে যাবে মে মাসের মাঝামাঝি থেকে।

গুগল ম্যাপের সাহায্যে যে নয়া ব্যবস্থা শুরু হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক

নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিংহ কপূর বলেন, ‘‘নতুন ব্যবস্থা বাসের অবস্থান জানানোর পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থার উপরেও নজর রাখবে।’’ এই পরিকল্পনা রূপায়ণে গুগল ম্যাপের সাহায্য নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্তা বিজয় ধাতওয়ালিয়া বলেন, ‘‘নতুন ব্যবস্থায় যাত্রীরা অনেক সহজে বাসের খোঁজ পাবেন। পাশাপাশি এই ব্যবস্থা আয় বাড়াতেও সাহায্য করবে।’’

আলাদা করে অ্যাপ ডাউনলোড করতে না হওয়ার এই ব্যবস্থা টি সকলের জন্য বাড়তি সুবিধার। যাত্রীদের একাংশ অবশ্য রাস্তায় বাসের সংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিবহণ দফতরের দাবি, ব্যাটারিচালিত বাসের সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া হবে। খুব তাড়াতাড়ি শহরের পথে এক হাজার বৈদ্যুতিক বাস নামানোর চেষ্টা চলছে।