WB Rape Case: রাজ্যে চারটি ধর্ষণ-কাণ্ডের তদন্তে দময়ন্তী
Tuesday, April 12 2022, 6:52 am
Key Highlights
ফের দায়িত্বে দময়ন্তী! কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে চারটি ধর্ষণ-কাণ্ডের তদন্তে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস দময়ন্তী সেনকে।
পশ্চিমবঙ্গে পরপর চারটি ধর্ষণের ঘটনায় নজরদারি করতে আইপিএস দময়ন্তী সেনকে দায়িত্ব দিল কলকাতা হাই কোর্ট। বিগত দিনের অভিজ্ঞতা থেকে স্পষ্টভাবে বলা যায় তিনি নিরপেক্ষ ভাবে তদন্ত করেছেন। বর্তমানে দময়ন্তী কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার। ২০১৫ সালে ঘটে যাওয়া পার্ক স্ট্রিট ধর্ষণ মামলায় তিনি তদন্ত করেছিলেন। এ বার সব ধর্ষণের ঘটনায় তাঁর উপরই দায়িত্ব দিল উচ্চ আদালত।