লাইফস্টাইল

Pulse Oximeters: পাল্‌স অক্সিমিটার গায়ের রঙের ওপর নাকি নির্ভরশীল! দাবি নতুন গবেষণার

Pulse Oximeters: পাল্‌স অক্সিমিটার গায়ের রঙের ওপর নাকি নির্ভরশীল! দাবি নতুন গবেষণার
Key Highlights

'গায়ের রং চাপা হলে পাল্‌স অক্সিমিটার ঠিক মতো কাজ না-ও করতে পারে' - জন্‌স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পাল্‌স অক্সিমিটার নিয়ে এক গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

মারণ করোনা ভাইরাসের সময় থেকে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে পাল্‌স অক্সিমিটার। চিকিৎসকেরাও পরামর্শ দিচ্ছেন, নিয়মিত রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করার জন্য। কারোর যদি ৯৪-এর নীচে অক্সিজেনের মাত্রা নেমে গেলেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগও করতে হবে। তাই কোভিড আবহে এই যন্ত্রটি এখন ঘরে ঘরে।

সাম্প্রতিক এক গবেষণা এই যন্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। গবেষণার প্রকাশিত তথ্য অনুযায়ী, যাঁদের গায়ের রং চাপা তাঁদের ক্ষেত্রে এই যন্ত্র সঠিক ভাবে কাজ করে না। এখন প্রশ্ন হল, পাল্‌স অক্সিমিটার-এর মতো চিকিৎসার সরঞ্জামগুলি কি সাদা চামড়ার মানুষদের জন্যই বিশেষ ভাবে তৈরি, যা অন্য বর্ণের মানুষদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সঠিক তথ্য থেকে বঞ্চিত করতে পারে? এই নিয়ে অনেক মতবিভেদ শুরু হয়েছে।

জন্‌স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই নিয়ে একটি গবেষণা চালিয়েছিলেন। সেই গবেষণায় উঠে আসা সমীক্ষায় দেখা গিয়েছে, পাল্স অক্সিমিটারের ভুল ফলাফলের ফলে ‘ব্ল্যাক এবং হিস্পানিক’ কোভিড রোগীদের শনাক্ত করা যায়নি। এই সব রোগীদের স্টেরয়েড ডেক্সামেথাসোন এবং অ্যান্টিভাইরাল রেমডেসিভিরের মতো দাওয়াইয়ের প্রয়োজন ছিল। সময় মতো রোগ নির্ণয় সম্ভব হয়নি বলে তাঁদের অবস্থার অবনতি হয়।

প্রাথমিক ভাবে অক্সিমিটার ব্যবহার করে দেখা যায় সেই রোগীদের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। কিন্তু পরে রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় যে, তাঁদের শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম। পাশাপাশি কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রে অক্সিজেন মাত্রায় হেরফের ধরা পড়েছে অক্সিমিটারে। যাঁদের গায়ের রং ফর্সা, তাঁদের ক্ষেত্রে অক্সিমিটারে অনেক বেশি সঠিক ফলাফল জানা যায়।

বিজ্ঞানী এবং প্রকৌশলীরা নতুন প্রযুক্তির উপর কাজ করছেন যা পাল্স অক্সিমিটারের জগতে বিপ্লব আনতে পারে। এ ক্ষেত্রে কী উপায়ে আরও সঠিক ভাবে অক্সিজেনের মাত্রা নির্রাধণ করা যায়, সেই প্রচেষ্টাই চালাচ্ছেন গবেষকরা। এবিষয়ে আরও গবেষণার প্রয়োজন বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


Durgapur Rape Case | ‘সহপাঠী ছাত্রই মাস্টারমাইন্ড!’-ধর্ষণের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি দুর্গাপুরে নির্যাতিতার আইনজীবীর
Weather Update | দীপাবলিতে হালকা শীতের আমেজ বঙ্গে, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Tamluk | তমলুকে মহিলা ডাক্তারের রহস্যমৃত্যু, 'হাতে চ্যানেল কেন?'- তদন্তে ২ সদস্যের মেডিক্যাল টিম গঠন
Durgapur Rape Case | দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণকাণ্ডে সহপাঠীর ঘরে তল্লাশি চালিয়ে তাজ্জব পুলিশ!
Bhoot Chaturdashi 2024 । 'ভূতচতুর্দশী' কি আসলে ভূতেদের 'রি ইউনিয়ন'? আদৌ এদিন আসে ভূত? এদিন কেনই বা খাবেন চোদ্দ শাক?
Breaking News | দিওয়ালিতেও দূষণ থেকে নিষ্কৃতি নেই রাজধানী দিল্লির, বাতাসের মান পৌঁছেছে ‘অতি খারাপ’ পর্যায়ে!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar