শেষরক্ষা করা গেল না, হাসপাতালে মৃত্যু হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকের
গত শুক্রবার সকালে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।
প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের। গত শুক্রবার সকালে পশ্চিম জাপানের নারা শহরে নির্বাচনী সভায় গুলিবিদ্ধ হন ৬৭ বছরের এই রাজনীতিবিদ। ঘটনাটি ঘটা মাত্রই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে কয়েক ঘণ্টা তাঁকে বাঁচানোর জন্য মরণপণ লড়াই করেছিলেন চিকিৎসকরা। তবে শেষ রক্ষা হল না।
ভরা সভায় গুলিবিদ্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের, মৃত্যু হয় রাষ্ট্রনেতার
শুক্রবার সকালে প্রকাশ্য জনসভায় গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। একাধিক সংবাদমাধ্যমে প্রচারিত হওয়া এদিনের ফুটেজে শিনজো আবেকে নারা শহরের রাস্তায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী তাঁর দিকে ছুটে আসছেন। ৬৭ বছর বয়সী বিশ্বনেতাকে তখন তাঁর রক্তমাখা জামার উপরে হাত দিয়ে বুক চেপে ধরে থাকতে দেখা গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেন কয়েক ঘন্টা পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, শিনজো আবেকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪১ বছরের তেতসুয়া ইয়ামাগামিকে। ধৃত ব্যক্তিও নারা শহরের বাসিন্দা বলেই ধারণা পুলিশের। জাপানি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর একজন প্রাক্তন সদস্য। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী আবেকে পিছন থেকে নিজের তৈরি বন্দুক দিয়ে গুলি করেছেন ওই ব্যক্তি, প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের। তবে এখও পর্যন্ত হামলার কারণ স্পষ্ট নয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- জাপান
- প্রাক্তন প্রধানমন্ত্রী
- শিনজো আবেক
- প্রয়াত