গুলিবিদ্ধ হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, আততায়ী গ্রেফতার
Saturday, July 9 2022, 8:16 am
Key Highlights
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে চালানো হল গুলি। জানা গিয়েছে এই গুলি চালানো হয় পশ্চিম জাপানের নারা শহরে। গ্রেফতার করা হয় সন্দেহভাজন।
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে চালানো হয় গুলি। গুলিবিদ্ধ হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। ‘দ্য জাপান টাইমস’ সূত্রে জানা যাচ্ছে পশ্চিম জাপানের নারা শহরে গুলিটি চালানোর হয়েছে। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিয়ো কুশিদা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজোর অবস্থা এখনও সঙ্কটজনক।
জানা গিয়েছে, সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বন্দুক। জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ প্রচার কর্মসূচির সময় শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করা হয়।
নারা শহরে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তৃতা পেশের সময়ই এই গুলিটি চালানো হয়। এর পরই মাটিতে লুটিয়ে পড়েন শিনজো। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হৃদ্রোগেও আক্রান্ত হয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- জাপান
- গুলি বর্ষণ
- প্রাক্তন প্রধানমন্ত্রী
- শিনজো আবেক