2023 Durga Puja Carnival | কার্নিভালে অংশ নেবে ১০৪টি পুজো কমিটি! 'ক্রেজ' সামলাতে হিমশিম! তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি!

Thursday, October 26 2023, 6:54 am
highlightKey Highlights

২৭সে অক্টোবর রেড রোড কলকাতায় আয়োজিত হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল। ইতিমধ্যেই যানজট নিয়ন্ত্রণে নেমেছে কলকাতা পুলিশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তৈরী হচ্ছে বিশেষ মঞ্চ।


চোখের পলকে যেন শেষ হলো দুর্গাপুজো ২০২৩। ইতিমধ্যেই রীতি মেনে বহু বনেদি পুজোর প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে। দশমী থেকেই গোটা কলকাতা-সহ  গোটা বঙ্গ জুড়ে চলছে বিসর্জন পর্ব। তবে এখনই শহর থেকে কাটেনি পুজোর আমেজ। কারণ আগামীকাল, ২৭সে অক্টোবর রেড রোড কলকাতায় (Red Road Kolkata) আয়োজিত হতে চলেছে দূর্গা পুজো কার্নিভাল ২০২৩। ইতিমধ্যেই কার্নিভালের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন,কলকাতা পুলিশ (Kolkata Police)। তবে এবারের কার্নিভালে অংশ নিচ্ছে না বেশ কিছু বিখ্যাত পুজো।

রেড রোড কলকাতার দূর্গাপুজো কার্নিভালে অংশ নেবে ১০৪টি পুজো কমিটি
রেড রোড কলকাতার দূর্গাপুজো কার্নিভালে অংশ নেবে ১০৪টি পুজো কমিটি

দশমীতে ভাসানরীতি মেনে সেদিনই বিসর্জন হয়েছে বাগবাজার, ম্যাডক্স স্কোয়ারের মতো সাবেকি পুজো। ফলে এই পুজো থাকছে না রেড রোড কলকাতা (Red Road Kolkata)র কার্নিভালে। এছাড়াও শুক্রবার কার্নিভালে যাচ্ছে না মুদিয়ালির পুজো। থাকছে না কলকাতায় থিম পুজোর অন্যতম পুরোধা সঙ্ঘশ্রী। উল্লেখ্য, এই পুজোর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে। কিন্তু উদ্যোক্তারা পাড়ার মানুষের আবেগকে স্বীকৃতি দিয়ে দশমীর দিনে ভাসান দিয়েছে সঙ্ঘশ্রী। ১০৫ বছরের এই পুজোয় প্রাকৃতিক দুর্যোগের কারণে একবারই একাদশীতে বিসর্জন হয়েছিল এই নিয়মের কোনও অন্যাথা হয়নি। অন্যদিকে, টালা প্রত্যয় বৃহস্পতিবার তাদের প্রতিমা মণ্ডপেই গলিয়ে ফেলবে। মণ্ডপে ঢোকার মুখে রাখা ফাইবারে দুর্গা প্যানেল এবং নটরাজের মূর্তি নিয়ে তারা কার্নিভালে অংশ নেবে। পাশাপাশি গতবারের মতো এবারও থাকছে না প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের পুজো একডালিয়া এভারগ্রিন। উদ্যোক্তারা জানিয়েছে, সম্পাদক গৌতম মুখোপাধ্যায় এবং সহ-সভাপতি তরুণ বন্দ্যোপাধ্যায় সদ্য মারা যাওয়ায় শোকের আবহে তারা কার্নিভালে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, প্রতিমার উচ্চতার কারণে কার্নিভালে যাচ্ছে না টালা বারোয়ারি। 

Trending Updates

দুর্গাপুজো কার্নিভাল ২০২৩ আগামীকাল ২৭সে অক্টোবর, শুক্রবার শুরু হবে বেলা ৩টে থেকে। জানা গিয়েছে, শোভাযাত্রায় অংশ নেবে ১০৪টি পুজো কমিটি। পুজো উদ্যোক্তাদের নিজেদের শিল্পসত্ত্বাকে তুলে ধরার জন্য তারা গড়ে দু'মিনিট সময় দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেশ কয়েক বিদেশী অতিথি। থাকবে ইউনেস্কোর (UNESCO) বিশাল প্রতিনিধি দল। সূত্র অনুযায়ী, চলতি বছর কার্নিভালের উদ্বোধন হবে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) স্ত্রী ডোনা গাঙ্গুলির নাচ দিয়ে। গতবছরের কার্নিভালও তাঁর নাচ দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও ডোনা গাঙ্গুলির শরীর খারাপ থাকায় তাঁর দলের নাচ পরিবেশন হয়েছিল। তবে এবার জানা যাচ্ছে, ডোনা গাঙ্গুলি নিউজে নৃত্য পরিবেশন করবেন। হুইল চেয়ারে করে কার্নিভালের মঞ্চে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। তাঁর শারীরিক অসুস্থ্যতার কথা ভেবেই এবার মঞ্চের উচ্চতাও কমিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যাতে হুইল চেয়ারে মঞ্চে উঠতে পারেন সেজন্য একপাশে র‍্যাম্প বানানো হচ্ছে। পায়ে চোট থাকার কারণে ২০২৩ সালে মণ্ডপে গিয়ে পুজো উদ্বোধন করতে পারেননি মুখ্যমন্ত্রী। কালীঘাটে বাসভবন থেকে ভার্চুয়ালি গোটা রাজ্যের পুজো উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Chief Minister of West Bengal)। তবে তখনই জানিয়ে দিয়েছিলেন, কার্নিভালে সশরীরে হাজির থাকবেন। সেই মতোই নেওয়া হচ্ছে প্রস্তুতি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পায়ের চোটের জন্য কার্নিভালের মঞ্চে পরিবর্তন করা হয়েছে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পায়ের চোটের জন্য কার্নিভালের মঞ্চে পরিবর্তন করা হয়েছে

চলতি বছরের পুজো কার্নিভাল নিয়ে যেভাবে উচ্ছাস দেখা যাচ্ছে এবং সে হারে পাসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাতে বিগত বছরের কার্নিভালের থেকে ২০২৩ এর কার্নিভালে বেশি ভিড় হবে বলে আশা করা হচ্ছে। নবান্নের কর্তারা জানাচ্ছেন, কার্নিভাল দেখার জন্য এবার পাসের চাহিদা অত্যধিক বেড়ে গিয়েছে। ওই অনুষ্ঠানে সর্বসাকুল্যে ১৮ হাজার লোকের বসার ব্যবস্থা রয়েছে। তার মধ্যে ১৫ হাজার আমন্ত্রণপত্র ইতিমধ্যেই বিলি হয়ে গিয়েছে। এর মধ্যেই নেতা-মন্ত্রীরা নবান্নে ফোন করে বাড়তি পাসের জন্য অনুরোধ করছেন। যা দেখে প্রশাসনিক কর্তাদের যুক্তি, অতীতের ভিড়কে ছাপিয়ে যেতে পারে এবারের অনুষ্ঠান।

অন্যদিকে, কার্নিভালের জন্য এখন থেকেই যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কার্নিভালের কারণে বন্ধ থাকবে একাধিক রাস্তা। পাশাপাশি,কার্নিভাল দেখে মানুষজন যাতে রাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন সে জন্য স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর বা ডাব্লুবিটিসি (WBTC)। জানা গিয়েছে, ধর্মতলা থেকে বিভিন্ন রুটে মোট ২৩টি স্পেশাল বাস চালাবে ডাব্লুবিটিসি (WBTC)। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড-যাদবপুর, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড পাটুলি, এসপ্ল্যানেড-ডানলপ এবং বিমানবন্দর-নবান্ন। চালু থাকবে মেট্রো পরিষেবাও। অন্যদিকে, পাওয়া যাবে কলকাতা মেট্রো ও রেলের অতিরিক্ত পরিষেবাও। সাধারণত দিনে গড়ে ২৩৪টি মেট্রো রেক চালানো হয়। কার্নিভালের দিন ২৫২টি রেক চলবে। অন্যদিকে,হাওড়া ও শিয়ালদহ ডিভিশন থেকে লোকাল ট্রেনের সময়সীমা বাড়ানোর জন্যও রেল কর্তৃপক্ষকে নবান্নের তরফে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

রেড রোড কলকাতার কার্নিভালের জন্য ২৭তারিখ মিলবে ডাব্লুবিটিসি, কলকাতা মেট্রো ও রেলের বিশেষ পরিষেবা 
রেড রোড কলকাতার কার্নিভালের জন্য ২৭তারিখ মিলবে ডাব্লুবিটিসি, কলকাতা মেট্রো ও রেলের বিশেষ পরিষেবা 

উল্লেখ্য, রেড রোড কার্নিভালের একদিন আগেই অর্থাৎ আজ বৃহস্পতিবার সমস্ত জেলাতে একযোগে এই অনুষ্ঠান হবে। যেমন, কলকাতার পার্শ্ববর্তী হাওড়া জেলার পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে ফরশোর রোডে। এই উপলক্ষে ফরশোর রোডকে আলো দিয়ে সাজানো হয়েছে। এছাড়া হুগলির জেলার কার্নিভাল হবে চুঁচুড়া শহরে। তাতে মোট ১৮টি বারোয়ারি পুজো কমিটি অংশ নেবে। পুজো কার্নিভাল উপলক্ষে শিলিগুড়ির মহাত্মা গান্ধী চককে সুন্দর করে সাজানো হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার কার্নিভাল হবে দুর্গাপুর ও আসানসোলে। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে এই অনুষ্ঠান হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File