Dharali Village | ভয়ানক ক্ষতিগ্রস্ত ধারালী, অনুদান মাত্র ৫০০০ টাকা! ক্ষুদ্ধ এলাকাবাসী
Sunday, August 10 2025, 4:18 am
Key Highlightsক্ষতির তুলনায় ক্ষতিপূরণের অঙ্ক দেখে একেবারেই খুশি হতে পারেননি ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা।
৫ অগস্ট উত্তরকাশীর ধারালী গ্রামে প্রকৃতির রোষে বিপর্যস্ত হয়েছে জনজীবন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। অধিকাংশ বাড়ি ধুয়ে মুছে সাফ হয়েছে। শুক্রবার ধরালীর গ্রামবাসীদের ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার টাকার চেক তুলে দিয়েছে স্থানীয় প্রশাসন। ক্ষতিপূরণের অঙ্কে মোটেও খুশি নন গ্রামবাসী। এক গ্রামবাসী বলেছেন, ‘আমরা সবকিছু হারিয়েছি। আমাদের পরিবার, বাড়ি, ব্যবসা মিলিয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে। এই অঙ্ক অপমানজনক।’ জানা গিয়েছে, প্রথমে ক্ষতিপূরণ নিতে অস্বীকারও করেছিলেন গ্রামবাসীদের একটা বড়ো অংশ।
- Related topics -
- দেশ
- উত্তরাখণ্ড
- উত্তরাখন্ড
- হরপা বাণ
- অর্থ বরাদ্দ

