North Bengal | টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ফুঁসছে পাহাড়ি নদী, সেন্ট্রাল ডুয়ার্সে বিচ্ছিন্ন যোগাযোগ

Sunday, August 10 2025, 3:24 am
highlightKey Highlights

তিস্তা, কালানদি, পানা, বাসরা, কালিঝোরা সহ একাধিক পাহাড়ি নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।


একটানা বৃষ্টিতে উত্তরবঙ্গে জনজীবন কার্যত বিপর্যস্ত। পাহাড়ি অঞ্চল ও ডুয়ার্সে তিস্তা, কালানদি, পানা, বাসরা, কালিঝোরা সহ একাধিক পাহাড়ি নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ভুটান থেকে পাহাড়ি ঢল নেমে আসায় নদীর জলের স্তর অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। এ পরিস্থিতিতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ও আশেপাশের বসতিপাড়া জেলা সদরসহ আশেপাশের এলাকা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কুল, বাজার, হাসপাতাল, রোগী পরিবহন থেকে শুরু করে জরুরি সরবরাহ ব্যাহত হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File