Sindur Khela and Skin Care | র‌্যাশের ভয়ে সিঁদুর খেলা থেকে পিছু পা? সিঁদুর খেলার আগে ও পরে এই কাজ করলে ক্ষতি হবে না ত্বকের!

Wednesday, October 25 2023, 9:40 am
highlightKey Highlights

প্রতিমা বিসর্জনের আগে সিঁদুর খেলায় মেতে ওঠেন সকলে। তবে ত্বকের সমস্যার কথা ভাবে অনেকেই দুর্গা পূজা সিঁদুর খেলায় অংশ নেন না। দেখে নিন সিঁদুর খেলার আগে ও পরে কীভাবে ত্বকের যত্ন নিলে ক্ষতি হবে না।


দশমী (Dashami) মানেই মন খারাপ। মায়ের ফেরার পালা। মায়ের বিদায়বেলায় সিঁদুরের রঙে বিষাদের রং খানিকটা ফিকে হয়। প্রত্যেকবার দুর্গাপুজোর দশমী (Dashami) কিংবা মায়ের প্রতিমা বিসর্জনের দিন সিঁদুর খেলায় মেতে ওঠেন সকলে। সিঁদুর খেলা (Sindur Khela) নিয়ে বাঙালির উন্মাদনা বরাবরই। সিঁদুরে রাঙা হওয়ার এমন সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই। তবে দুর্গা পূজা সিঁদুর খেলা (Durga Puja Sindoor Khela)তে ব্যবহৃত বাজারচলতি সিঁদুর গালে ছোঁয়াতেই অনেকের অনেকরকমের ত্বকের সমস্যা সৃষ্টি হয়। কারোর ত্বকে ব্রণ বেরোয়, আবার অনেকের হয় আল্যার্জি। তবে তা বলে কি সিঁদুর খেলা (Sindur Khela) থেকে বিরত থাকা যায়? যারা দুর্গা পূজা সিঁদুর খেলা (Durga Puja Sindoor Khela) নিয়ে ত্বকের জন্য চিন্তিত তাদের জন্যই এই বিশেষ প্রতিবেদন।

দশমীতে ও দশমীর পর বিসর্জনে সিঁদুর খেলায় মেতে ওঠেন সকলে 
দশমীতে ও দশমীর পর বিসর্জনে সিঁদুর খেলায় মেতে ওঠেন সকলে 

সিঁদুর খেলার আগে ত্বকের কীভাবে যত্ন নেবেন?

  • সঠিক সিঁদুর বেছে নিন: ত্বককে রাসায়নিকের খারাপ প্রভাব থেকে রক্ষা করতে সিঁদুর খেলার জন্য ভেষজ সিঁদুর বেছে নেওয়াই শ্রেয়। ভেষজ সিঁদুর মূলত চুন, হলুদ, কেশর ইত্যাদি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়। এগুলো ত্বকের উপর পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে না। ফলে ভেষজ সিঁদুর ব্যবহার করলে সিঁদুর খেলার পর ত্বক নিয়ে সেভাবে অভিযোগ থাকবে না।
  • সিঁদুর খেলার জন্য হালকা সাজ রাখুন : সিঁদুর খেলার জন্য মহিলারা বিশেষত লাল পার সাদা শাড়ি পরে থাকেন। অনেকেই এই বিশেষ অনুষ্ঠানে অল্পবিস্তর মেকআপ করে থাকেন। তবে অনেক সময় অতিরিক্ত মেকআপের জন্য উল্টে ত্বকের ক্ষতি হয়। এক্ষেত্রে সিঁদুর খেলার সময় হালকা মেকআপ করুন। ফাউন্ডেশনের সঙ্গে লিক্যুইড হাইলাইটার মিশিয়ে ব্যবহার করুন। চোখে মোটা করে কাজল বা লাইনার পরে নিন। আইশ্যাডো ব্যবহার করলে ন্যুড শেড বেছে নেওয়াই ভাল। ঠোঁটের জন্যও হালকা রঙের লিপস্টিক বেছে নিন। হালকা মেকআপের উপর সিঁদুর খেললে লুকও নষ্ট হবে না এবং ত্বকের ক্ষতিও কম হবে।
ত্বক ভালো রাখতে সিঁদুর খেলার সাজ রাখুন হালকা 
ত্বক ভালো রাখতে সিঁদুর খেলার সাজ রাখুন হালকা 
  • সিঁদুর খেলার আগে ত্বকের যত্ন নিন: সিঁদুর খেলার দিন সকালে ফলের ফেসপ্যাক মাখুন। প্রথমে মুখ পরিষ্কার করে নিন। তারপর টমেটোর সঙ্গে কলা ও আঙুর চটকে তৈরী করে নিন ফেসপ্যাক। এরপর এটি ত্বকে লাগিয়ে মিনিট কুড়ি রাখার পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর ময়েশ্চারাইজার মেখে নিন। এতে সিঁদুর খেলার পর ত্বকে রাসায়নিকের কম প্রভাব পড়বে।

সিঁদুর খেলার পর ত্বকের কীভাবে যত্ন নেবেন?

দশমীতে বেশ কিছু দূর্গা প্রতিমা বিসর্জন হয়েছে। বিশেষত বনেদি বাড়ির দূর্গা প্রতিমা গতকাল, দশমীতেই বিসর্জন হয়েছে। দূর্গা প্রতিমা বিসর্জনের আগে সব পূজা মণ্ডপেই সিঁদুর খেলা হয়েছে। তবে বাজারচলতি সিঁদুরের জন্য এখন বর্তমানে অনেকে ভুগছেন ত্বকের সমস্যায়। দোকানগুলিতে যে সিঁদুর বিক্রি হয় তাতে নানা রাসায়নিক পদার্থ মিশে থাকে যা ত্বকের জন্য যা অত্যন্ত অস্বাস্থ্যকর। তাই সিঁদুর খেলার পরে ত্বকের যত্নে বাড়তি নজর দিতে হবে। নাহলে ত্বকে র‍্যাশ, জ্বালাভাব, লালচে ভাব হবে এবং নানান ত্বকের সমস্যায় ভুগতে পারেন।

দুর্গা পূজা সিঁদুর খেলায় রাসায়নিকের জেরে ত্বকের নানান সমস্যা হতে পারে 
দুর্গা পূজা সিঁদুর খেলায় রাসায়নিকের জেরে ত্বকের নানান সমস্যা হতে পারে 
  • ভালোভাবে মুখ পরিষ্কার করুন :  সিঁদুর খেলার পর মুখ ভালোভাবে পরিষ্কার করা দরকার। নাহলে মুখে রাসায়নিক থাকলেই তা থেকে ত্বকের সমস্যা হওয়ার সম্ভবনা থাকে। সিঁদুর খেলার পর সরাসরি ফেসওয়াশ বা জল দিয়ে মুখ ধোবেন না। প্রথমে ক্লিনজিং মিল্ক বা মেকআপ রিমুভার দিয়ে মুখ পরিষ্কার করুন। এরপর শুষ্ক ত্বকে পেট্রোলিয়াম জেল কিংবা নারকেল তেল ব্যবহার করে মুখে লেগে থাকা সিঁদুর তুলে নিন। সিঁদুর ও মেকআপ মুছে নেওয়ার পর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর ময়েশ্চারাইজার মেখে নিন।
  • ত্বক ভালো রাখতে মাখুন ভেষজ ফেস প্যাক : সিঁদুর খেলার পর যদি ত্বকে র‍্যাশ, জ্বালাভাব, লালচে ভাব দেখা দেয় তখন শিট মাস্ক লাগাতে পারেন। এছাড়াও অ্যালোভেরা জেল কিংবা শসার রসও মুখে মাখতে পারেন। এগুলো আপনার ত্বকে কুলিং এফেক্ট প্রদান করবে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। পাশাপাশি কমাবে ত্বকের সমস্যাও।

 এছাড়াও মাখতে পারেন ভেষজ ফেস প্যাক বা হার্বাল ফেস প্যাক (Herbal Face Pack)। ত্বকের আদ্রতা ফেরাতে এবং লালচেভাব দূর করতে বানিয়ে নিতে পারেন বাটারমিল্ক ফেস প্যাক। এর জন্য প্রথমে একটি বড় পাত্রে ১/২ কাপ বাটারমিল্ক নিন। এরপর পরিমাণ মতো সাদা দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এরপর ভেষজ ফেস প্যাকটি মুখে এক ঘন্টার জন্য লাগিয়ে শুকাতে দিন। এরপর এটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে মুখে ময়েশ্চারাইজার মেখে নিন। এই ফেস প্যাক  আশ্চর্যজনকভাবে এক্সফোলিয়েটিং করে পাশাপাশি ত্বক আদ্র থাকে এবং ত্বক উজ্জ্বল করে। 

দুর্গা পূজা সিঁদুর খেলার পর ত্বক ভালো রাখতে মাখুন ভেষজ ফেস প্যাক
দুর্গা পূজা সিঁদুর খেলার পর ত্বক ভালো রাখতে মাখুন ভেষজ ফেস প্যাক

এই উপায় ছাড়াও আরেকভাবে ভেষজ ফেস প্যাক বা হার্বাল ফেস প্যাক (Herbal Face Pack) বানাতে পারেন। এই ফেস প্যাক বানানোর জন্য প্রথমে এক চা চামচ দুধের গুঁড়া দুধ ও দুই চা চামচ দই নিয়ে তাতে আধা চা চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরী করে নিন। এরপর এই পেস্টটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান এবং ১৫-২০ মিনিটের জন্য রেখে দিয়ে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। দই এবং লেবুর রস সম্বলিত এই মিল্ক পাউডার ফেস প্যাক কালো দাগ দূর করে, পিগমেন্টেশন দূর করে। তবে লেবু অনেকের ত্বকে ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে হাতের অল্প অংশে এই প্যাক লাগিয়ে দেখে নিতে হবে এই ফেস প্যাক কোনোরকম প্রভাব ফেলছে কি না। এছাড়াও সিঁদুর খেলার পর ত্বকের মাত্রারিক্ত সমস্যা দেখা দিলে ত্বক বিশেষজ্ঞ বা ত্বকের ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File