2023 Durga Puja Carnival | রেড রোডে কার্নিভালের জন্য জারি একাধিক ট্রাফিক বিধি! পাওয়া যাবে ডাব্লুবিটিসি ও মেট্রোর বিশেষ পরিষেবা!

Wednesday, October 25 2023, 7:22 am
highlightKey Highlights

২০২৩ দূর্গা পূজা শেষ হলেও এখনও পুজোর আমেজে শহর কলকাতা। রেড রোড কলকাতার পুজো কার্নিভালের জন্য মেতে শহর। যান নিয়ন্ত্রণের জন্য কলকাতা পুলিশ জারি করেছে একাধিক নিয়ম। সেদিন মধ্যরাত পর্যন্ত পাওয়া যাবে ডাব্লুবিটিসির বাস ও মেট্রোর পরিষেবা।


২০২৩ দূর্গা পূজা (2023 Durga Puja) শেষ, কৈলাশে ফিরে গেলেন উমা। দশমী কাটতেই সেই পুরোনো রুটিনে ফিরে গিয়েছে বাঙালিও। তবে ২০২৩ দূর্গা পূজা (2023 Durga Puja) রেশ কিছুটা রয়ে গিয়েছে শহর কলকাতায়। কারণ আর দুদিন পর অর্থাৎ ২৭সে অক্টোবর রেড রোড কলকাতা (Red Road Kolkata) -এ রয়েছে দুর্গাপুজো কার্নিভাল। ইতিমধ্যেই কার্নিভাল নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এর জন্য সম্প্রতি বেশ কিছু বিধি নিয়ম ঘোষণা করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। মঙ্গলবার লালবাজারে বৈঠকের পরে রেড রোডের দুর্গাপুজো কার্নিভাল নিয়ে ট্র্যাফিক নির্দেশিকা প্রকাশ করল করা হয়েছে পুলিশের তরফ থেকে।

প্রত্যেক বছরের মতো এবছরেও রেড রোড কলকাতায় রয়েছে দুর্গাপুজো কার্নিভাল
প্রত্যেক বছরের মতো এবছরেও রেড রোড কলকাতায় রয়েছে দুর্গাপুজো কার্নিভাল

দুর্গাপুজো কার্নিভাল প্রসঙ্গে নির্দেশিকায় কলকাতা পুলিশ (Kolkata Police) জানিয়েছে, কার্নিভালের কারণে রেড রোড এবং আশপাশের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। কার্নিভালের দিন, ২৭ তারিখ এক্সাইড মোড় থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত এজেসি বোস রোডের অংশে দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত থেকে কোনও পণ্যবাহী যান চলাচল করতে পারবে না। নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোডে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিকেল ৩টের পর ওই রাস্তাগুলিতে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এর পাশাপাশি হেস্টিংস থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডের অংশ দিয়ে ২টোর পর কার্নিভালে অংশ নেওয়া গাড়ি ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল করতে পারবে না। এজেসি বোস ক্রসিং থেকে উত্তরমুখী হসপিটাল রোডের অংশে দুপুর ২টোর পর থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। জওহরলাল নেহরু রোডের ক্রসিং থেকে পশ্চিমমুখী মেয়ো রোডের অংশে শুধুমাত্র অনুমোদন পাওয়া নির্দিষ্ট স্টিকারযুক্ত গাড়িগুলিকে চলাচল করতে দেওয়া হবে।

Trending Updates

অন্যদিকে, কার্নিভালের জন্য ২৬সে অক্টোবর রাত ১২টা থেকেই বন্ধ করে দেওয়া হবে রেড রোড কলকাতা (Red Road Kolkata)-র রাস্তা। সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে নিয়ন্ত্রিত যান চলাচল। দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। রেড রোড ছাড়াও কার্নিভালের জন্য ২৭সে অক্টোবর দুপুর ২টো থেকে বন্ধ করে দেওয়া হবে ক্যুইন্সওয়ে, লাভার্স লেন, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প। কার্নিভাল দেখতে আসা দর্শকদের জন্যও নির্দিষ্ট থাকছে রাস্তা। দর্শনার্থীদের এজেসি বোস রোড, জওহরলাল নেহরু রোড, উট্রাম রোড, মেয়ো রোড অথবা রানি রাসমণি অ্যাভিনিউ ধরে আসার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফাদ থেকে। এছাড়া মেট্রোয় যাঁরা আসবেন, তারা ধর্মতলা এবং পার্ক স্ট্রিট থেকে নির্দিষ্ট রাস্তা ধরে রেড রোডে পৌঁছতে পারবেন। কার্নিভালের দিন রেড রোড সংলগ্ন একাধিক রাস্তায় পার্কিংয়ের ক্ষেত্রে থাকছে বিধিনিষেধ। সে দিন বেলা ১২টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, হেয়ার স্ট্রিট, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড-সহ একাধিক রাস্তায় গাড়ির পার্কিং বন্ধ থাকবে।

পুজো কার্নিভাল উপলক্ষ্যে ২৭সে অক্টোবর পাওয়া যাবে ডাব্লুবিটিসির বিশেষ পরিষেবা 
পুজো কার্নিভাল উপলক্ষ্যে ২৭সে অক্টোবর পাওয়া যাবে ডাব্লুবিটিসির বিশেষ পরিষেবা 

উল্লেখ্য, কার্নিভালের জন্য কেবল যান নিয়ন্ত্রণ করে নয়, সাধারণ মানুষদের জন্য, যারা কার্নিভাল দেখতে আসবেন তাদের জন্য পরিবহণের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। কার্নিভাল দেখে বাড়ি ফেরার ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য থাকছে বিশেষ পরিবহণ পরিষেবা। এর জন্য বাস চালাবে ডাব্লুবিটিসি (WBTC)। এক নির্দেশিকায় রাজ্য পরিবহণ নিগম জানিয়েছে, দুর্গাপুজো কার্নিভালের জন্য ওইদিন স্পেশাল বাস চালানো হবে এসপ্ল্যানেড থেকে বিভিন্ন রুটে। মোট ২৩টি বিশেষ বাস চালাবে বলে জানা যাচ্ছে, যার পরিষেবা পাওয়া যাবে মধ্যরাত পর্যন্ত। এক্ষেত্রে এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-নিউ টাউন, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড পাটুলি, এসপ্ল্যানেড-যাদবপুর ও বিমানবন্দর-নবান্ন-সহ রুটে অতিরিক্ত বাস চালানো হবে বলে জানা যাচ্ছে।

দূর্গাপুজো কার্নিভাল ২০২৩ উপলক্ষ্যে পাওয়া যাবে কলকাতা মেট্রোর অতিরিক্ত পরিষেবা
দূর্গাপুজো কার্নিভাল ২০২৩ উপলক্ষ্যে পাওয়া যাবে কলকাতা মেট্রোর অতিরিক্ত পরিষেবা

ডাব্লুবিটিসি (WBTC) এর তরফ থেকে জানানো হয়েছে, কার্নিভালের জন্য স্পেশাল বাসগুলি বিকেল ৩-টেয় এল-২০ বাসস্ট্যান্ডে রিপোর্ট করবে। কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশ মতো পার্ক করা হবে বাসগুলি। এছাড়া যাত্রীদের সুবিধার্থে বাসের উইন্ড স্ক্রিনের বাঁ-দিকে বড় হাতের অক্ষরে রুট লেখা থাকতে হবে। কেবল বাসই নয়, ওই দিন কলকাতা মেট্রোও মধ্যরাত পর্যন্ত পরিষেবা প্রদানের কথা ঘোষণা করেছে। ওইদিন মেট্রোর ব্লু লাইন, অর্থাৎ উত্তর-দক্ষিণ করিডোরে মিলবে বিশেষ পরিষেবা। ২৩৪টির পরিবর্তে ২৫২টি মেট্রো পাওয়া যাবে কার্নিভালের দিন।কার্নিভালের দিন অর্থাৎ ২৭ তারিখ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে ভোর ৬টা ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো চলবে ভোর ৬টা ৫০ মিনিটে। অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে ভোর ৬টা ৫৫ মিনিটে এবং দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে রওনা দেবে রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে ১০টা ৫৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায়। অন্যদিকে দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত্রি ৯টা ৪০ মিনিটের পরিবর্তে ছাড়বে ১১টা ১০ মিনিটে। আর কবি সুভাষ থেকে দমদমের জন্য শেষ মেট্রো রাত্রি ৯টা ৪০ মিনিটের বদলে ছাড়বে রাত্রি ১১টা ১০-এ। অর্থাৎ সব মিলিয়ে বলাই চলে, দূর্গা পুজো শেষ হলেও কার্নিভালের কারণে এখনও পুজোর আমেজেই শহর কলকাতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File