Kolkata Metro | আরও সকালে পাওয়া যাবে মেট্রো, সোমবার থেকে বাড়ছে কলকাতার ৩ লাইনের মেট্রো পরিষেবা!

Saturday, August 9 2025, 5:19 pm
highlightKey Highlights

সোমবার থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইন ১, ২ এবং পার্পল লাইনে আরও সকাল থেকে পাওয়া যাবে পরিষেবা।


সোমবার থেকে কলকাতা মেট্রোর গ্রিন লাইন ১, ২ এবং পার্পল লাইনে আরও সকাল থেকে পাওয়া যাবে পরিষেবা। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ৫গামী প্রথম মেট্রো চলবে সকাল ৬ টা ৩৫ মিনিটে, সেক্টর ৫ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো চলবে সকাল ৬ টা ৪০ মিনিটে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো চলবে সকাল ৬ টা ৩০ মিনিটে,এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো চলবে সকাল ৬ টা ৩০ মিনিটে, জোকা থেকে মাঝেরহাটগামী প্রথম মেট্রো চলবে সকাল ৬ টা ৫০ মিনিটে এবং মাঝেরহাট থেকে জোকাগামী প্রথম মেট্রো চলবে সকাল ৭ টা ১৪ মিনিটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File