Niharika Singhania | আন্তর্জাতিক মঞ্চে ভারতের জয়জয়কার, জাতীয় ইকুয়েস্ট্রিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন নীহারিকা-যশরা

Sunday, August 10 2025, 1:29 pm
highlightKey Highlights

এ বার আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেন নীহারিকা সিংঘানিয়া।


ইকুয়েস্ট্রিয়ান প্রিমিয়ার লিগের আসর বসেছিল বেঙ্গালুরুতে। দেশের মোট ১৩০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই টুর্নামেন্টে। ফাইনালে পৌঁছন তিন প্রতিযোগী যশ নেনসী, যশন খামবাট্টা এবং নীহারিকা সিংঘানিয়া। আর এই মঞ্চে বাজিমাত করলেন নীহারিকা। ১.৪০ মিটার শো জাম্পিং বিভাগে দক্ষতার পরিচয় দেন তিন প্রতিযোগীই। টুর্নামেন্ট শেষে তিনজনকেই চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। এই টূর্নামেন্টে নীহারিকার ঘোড়ার নাম ছিল স্যর ল্যান্সেলট। যশ নেনসীর ঘোড়ার নাম দু নেনুফার। যশন খামবাট্টার ঘোড়ার নাম লর্ড স্ট্যাকোলেন্সকি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File