IPL 2024 | আমেদাবাদে 'রয়্যাল' ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু-রাজস্থান! এলিমিনেটর ম্যাচে জিতে কে পারি দেবে দ্বিতীয় কোয়ালিফায়ারে?

Wednesday, May 22 2024, 11:53 am
highlightKey Highlights

আজ আহমেদাবাদে আরসিবি বনাম আরআর এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ যে দলটি এই ম্যাচটি হারবে তাদের আইপিএল ২০২৪ যাত্রা শেষ হবে, যখন বিজয়ী দল ফাইনালের এক ধাপ এগিয়ে যাবে।


প্রথম আইপিএল কোয়ালিফায়ার (IPL Qualifier) ম্যাচে হাদরাবাদকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২৬ মে চিপকে কলকাতা নাইট রাইডার্স ফাইনাল খেলতে নামবে। তবে নাইটবাহিনীর বিরুদ্ধে কোন দল খেলবে তা এখনও ঠিক হয়নি। আর দু’টি ম্যাচ পর ঠিক হয়ে যাবে কাদের বিরুদ্ধে খেলতে হবে শ্রেয়সদের। আজ ম্যাচ রয়েছে আমদাবাদে। এদিন মুখোমুখি নামবে আইপিএল কোয়ালিফাইড টিম (ipl qualified team) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস।

আহমেদাবাদে আরসিবি বনাম আরআর এলিমিনেটর ম্যাচ
আহমেদাবাদে আরসিবি বনাম আরআর এলিমিনেটর ম্যাচ

আরসিবি বনাম আরআর (RCB vs RR) :

Trending Updates

রাজস্থান রয়্যালস গত পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয় ও এক নিষ্ফলা ম্যাচ খেলেছে। অন্যদিকে, আরসিবি গত ৬টি ম্যাচে পর পর জয় পেয়েছে। আইপিএলে দুই দলের মধ্যে মোট ৩১টি ম্যাচ হয়েছে, যার মধ্যে রাজস্থান দল ১৩টি জিতেছে, আর বেঙ্গালুরু দল ১৫টি ম্যাচে জয়ী হয়েছে। ৩ ম্যাচের কোনও ফল পাওয়া যায়নি। একই সময়ে, প্লে অফে দুই দলের মধ্যে মোট দুটি ম্যাচ হয়েছে যাতে উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে। বর্তমানে যা পরিস্থিতি, তাতে আজ বুধবারের ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে জীবন-মৃত্যুর যুদ্ধে নামতে হবে রাজস্থানকে। রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে এখন ফিলগুড পরিবেশ। শেষ আধডজন ম্যাচ তারা ডু-অর ডাই হিসেবেই খেলেছে। সাফল্যও এসেছে। আজ আরও একটা ডু-অর ডাই ম্যাচ। আজকের ম্যাচ জিতলে চেন্নাইয়ে পাড়ি দেবে আরসিবি। সেখানেই হবে  আইপিএল কোয়ালিফায়ার ২ (ipl qualifier 2)। তবে হারলে এ বারের মতো আইপিএল অভিযান শেষ। যদিও বিরাট কোহলি এবং আরসিবি বোলিং যে ফর্মে রয়েছে, তাতে আইপিএল কোয়ালিফায়ার ২ (ipl qualifier 2) তে আরসিবি যাবে বলেই প্রত্যাশা সমর্থকদের।

আরসিবি-র সম্ভাব্য একাদশ হতে পারে- ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পতিদার, ক্যামেরন গ্রিন, মহিপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), কর্ণ শর্মা, যশ দয়াল, লকি ফার্গুসন, মহম্মদ সিরাজ। ইমপ্যাক্ট প্লেয়ার: স্বপ্নিল সিং

আরসিবি গত ৬টি ম্যাচে পর পর জয় পেয়েছে
আরসিবি গত ৬টি ম্যাচে পর পর জয় পেয়েছে

অন্যদিকে,  রাজস্থান রয়্যালস টিম হিসেবে আরসিবি-র চেয়ে কাগজে-কলমে কিছুটা এগিয়ে। জস বাটলার চলে যাওয়ার পরেও রাজস্থান যথেষ্ট ভালো টিম। বিশেষ করে টিমের বোলিং আক্রমণ তো রীতিমতো ঈর্ষণীয়। তবে রাজস্থান ব্যাটিং কেমন করবে না করবে, তা অনেকটাই নির্ভর করবে যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক সঞ্জু স্যামসন  এবং রিয়ান পরাগের উপর। এছাড়াও রাজস্থানের পক্ষে একটা ভালো খবর। তারা প্লে অফে পেতে চলেছে ক্যারিবিয়ান ‘পাওয়ার হিটার’ শিমরন হেটমায়ারকে। 

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ হতে পারে-যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রোভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, আysশ খান, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট প্লেয়ার- নান্দ্রে বার্জার

রাজস্থান রয়্যালস গত পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয় ও এক নিষ্ফলা ম্যাচ খেলেছে
রাজস্থান রয়্যালস গত পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয় ও এক নিষ্ফলা ম্যাচ খেলেছে

উল্লেখ্য, আরসিবি বনাম আরআর (RCB vs RR) ম্যাচটি  হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আমদাবাদের উইকেট ব্যাটসম্যানদের সাহায্য করতে পারে। এছাড়া বোলাররাও এখানকার পিচের সুবিধা নিতে সক্ষম। কিন্তু আমদাবাদের পিচ ব্যাটসম্যানদের জন্য স্বর্গ বলে মনে করা হয়। টস জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারেন অধিনায়ক। এই ম্যাচটি উভয় আইপিএল কোয়ালিফাইড টিম (ipl qualified team) এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ যে দলটি এই ম্যাচটি হারবে তাদের আইপিএল ২০২৪ যাত্রা শেষ হবে, যখন বিজয়ী দল ফাইনালের এক ধাপ এগিয়ে যাবে অর্থাৎ আইপিএল কোয়ালিফায়ার ২ (ipl qualifier 2) এর ম্যাচে। তবে এদিন যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায় তাহলে কোনও ওভার কমানো ছাড়াই এই ম্যাচটি একই দিন রাত ৯.৪০ মিনিটে শুরু হতে পারে। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি প্লে অফ ম্যাচে ১২০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ফাইনাল বা এলিমিনেটর ম্যাচ টাই হলে বা কোনও ফল না হলে ম্যাচ চলে যাবে সুপার ওভারে। তাতেও যদি কোনও ফল না হয়, তাহলে ম্যাচের বিজয়ী না পাওয়া পর্যন্ত আবার সুপার ওভার হবে। একই সময়ে, যদি এলিমিনেটর ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যায় এবং সুপার ওভারের কোন সুযোগ না থাকে, তাহলে যে দলের পকেটে বেশি পয়েন্ট অথবা ভালো নেট রান রেট থাকবে তারা পরের রাউন্ডে চলে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File