President Election 2022: মহিলা মুখেই ভরসা, এবার রাষ্ট্রপতি পদপ্রার্থী বছর চৌষট্টির দ্রৌপদী মুর্মু

Wednesday, June 22 2022, 10:11 am
highlightKey Highlights

ভারতবর্ষ কি তার প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেতে চলেছে? কাউন্সিলর থেকে রাজ্যপাল, প্রায় আড়াই দশকের রাজনৈতিক জীবন, দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা BJP-র, অভিনন্দন মোদীর।


বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবে তা নিয়ে তীব্র জল্পনা চলছিল। বিজেপির প্রার্থী তালিকায় চর্চিত দুটি নাম ছিল কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Arif Mohammad Khan) এবং ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। আজ, মঙ্গলবার বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই NDA নিজেদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে। দ্রৌপদী মুর্মু হচ্ছেনবিজেপি (BJP) সমর্থিত জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী। 

দ্রৌপদী মুর্মু
দ্রৌপদী মুর্মু

দ্রৌপদী মুর্মুর পরিচয় :

১৯৫৮ সালের ২০শে জুন জন্ম দ্রৌপদী মুর্মুর। অর্থাৎ জন্মদিনের একদিন পরে পেলেন সুসংবাদ। বছর চৌষট্টির দ্রৌপদীর রাজনৈতিক জীবন আড়াই দশকের। ওডিশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে তাঁর জন্ম। বাবা'র নাম বিরঞ্চি নারায়ণ টুডু। সাঁওতাল পরিবারে দ্রৌপদীর জন্ম। ছোট থেকেই পড়াশুনাও ভালো ছিলেন মুর্মু। শান্ত স্বভাবের মেয়েই আজ দেশের রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে। শ্যাম চরম মুর্মুকে বিয়ে করেন দৌপদী। তাঁদের ঘরে দুই সন্তান এবং একটি কন্যা সন্তান জন্ম নেয়। এক দুর্ঘটনায় স্বামী এবং দুই সন্তানকে হারাতে হয় তাঁকে। কিন্তু ভেঙে না পড়ে শক্ত হাতে তিনি কঠিন লড়াই চালিয়ে গিয়েছেন।

Politician Draupadi Murmu with PM Narendra Modi
Politician Draupadi Murmu with PM Narendra Modi

নির্বাচনের ময়দানে দ্রৌপদী মুর্মু:

  1. ২০০০ ও ২০০৪ সালে ওড়িশার রাইরংপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে জিতে বিধায়ক হন দ্রৌপদী মুর্মু।
  2. ওড়িশার বিজেপি-বিজেডি জোট সরকারে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি।
  3. ১৯৭৯ থেকে ১৯৮৩ অবধি ওড়িশার সেচ ও বিদ্যুৎ দফতরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন দ্রৌপদী মুর্মু।
  4. তারপর ১৯৯৪ থেকে ১৯৯৭ অবধি ছিলেন সাম্মানিক সহকারী শিক্ষক।
  5. ১৯৯৭ সালে পুরভোটে জিতে কাউন্সিলর হন দ্রৌপদী মুর্মু। সেই সঙ্গে রাইরংপুর পুরসভার ভাইস চেয়ারপার্সনের দায়িত্বও পান তিনি।

সমাজসেবা এবং গরিবদের ক্ষমতায়নে নিজের জীবন উৎসর্গ করেছেন মুর্মু। তাছাড়া প্রশাসন সম্পর্কে তাঁর অভিজ্ঞতাও অনেক। আমি নিশ্চিত উনি রাষ্ট্রপতি হিসাবে দুর্দান্ত কাজ করবেন।

Narendra Modi

কোন কোন পদের দায়িত্বে ছিলেন দ্রৌপদী মুর্মু

  1. ২০০২ থেকে ২০০৯ অবধি বিজেপির আদিবাসী মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন।
  2. ২০০৬ থেকে ২০০৯ অবধি ওড়িশা বিজেপির আদিবাসী মোর্চার সভানেত্রীর দায়িত্বে ছিলেন।
  3. ২০১০ সালে ময়ূরভঞ্জ পশ্চিমের জেলা বিজেপি সভাপতি করা হয় দ্রৌপদী মুর্মুকে।
  4. ২০১৫ থেকে ২০২১ অবধি ঝাড়খণ্ডের (Jharkhand) রাজ্যপাল ছিলেন।



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File