PMJDY: মোদী সরকারের যোজনায় প্রতি মাসে মিলবে 3000 টাকা!

Thursday, April 28 2022, 12:15 pm
highlightKey Highlights

দেশের বিপুল অংশের মানুষ চাকরি ছাড়াও ব্যবসা ও অন্য জীবিকার সঙ্গে যুক্ত। যাদের মাসিক আয় ১৫০০০ টাকার কম এবং কোনও পেনশনেরও সুবিধা পান না। মূলত, তাঁদের জন্যই রয়েছে প্রধানমন্ত্রী মোদী সরকারের PM Jan Dhan Yojana।


অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বার্ধক্য বয়সে আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় একটি পেনশন প্রকল্প চালু করেছে, যার নাম "প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা" (PM-SYM)।

PM-SYM অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা হল একটি স্বেচ্ছাকৃত এবং অবদানমূলক পেনশন স্কিম। এই স্কিম অনুযায়ী গ্রাহক ৬০ বছর বয়সে পৌঁছানোর পর মাসিক ৩০০০ টাকার ন্যূনতম নিশ্চিত পেনশন পান। পেনশন গ্রহণকালীন সময়ে গ্রাহকের মৃত্যু হলে তাঁর স্ত্রী পারিবারিক পেনশন হিসাবে আয়ের ৫০ শতাংশ পাওয়ার অধিকারী হবেন। উল্লেখ্য, শুধুমাত্র স্ত্রী-ই পারিবারিক পেনশনের জন্য যোগ্য।

Trending Updates

এই স্কিমের আরেকটি দিক হল যে PM জন ধন অ্যাকাউন্টধারীরাও এই স্কিমের অধীনে পেনশন পেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা এবং কী ভাবে PM জন ধন অ্যাকাউন্টের গ্রাহকরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।

১৮-৪০ বছর বয়সী ভারতীয় অসংগঠিত শ্রমিক যাদের মাসিক আয় প্রতি মাসে ১৫,০০০ টাকা বা তার কম, তাঁরা প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধনের জন্য যোগ্য। তবে PM-SYM নতুন পেনশন স্কিম (NPS), এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (ESIC) স্কিম বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) এর সুবিধাভোগী হলে চলবে না। আয়করদাতা হলেও এই স্কিমের জন্য তিনি যোগ্য বিবেচিত হবেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File