পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের দিকে প্রশ্নবান ছুঁড়লেন প্রধানমন্ত্রী

Wednesday, April 27 2022, 1:50 pm
highlightKey Highlights

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যের কোর্টে বল ঠেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্যাট কমানোর আর্জি করা হয় বিরোধী রাজ্যগুলিকে।


পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এবার রাজ্যের দিকে তোপ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ এক ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। এই বৈঠকেই পেট্রল-ডিজেলের দাম নিয়ে বাংলা-সহ অন্যান্য বিরোধীদল শাসিত রাজ্যগুলির উপর দায় চাপালেন প্রধানমন্ত্রী। 

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুরে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী, বৈঠকের আলোচিত বিষয় কী ছিল জানুন

আজকের আয়োজিত ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বললেন, নভেম্বর মাসে যখন কেন্দ্র সরকার পেট্রল এবং ডিজেলের এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছিল, সেসময় যে রাজ্যগুলি ভ্যাট কমায়নি, সেই রাজ্যগুলির সরকার, তাঁদের নাগরিকদের সঙ্গে অন্যায় করেছে। প্রধানমন্ত্রী সেই সঙ্গে এও অনুরোধ জানিয়েছেন যে, ৬ মাস আগে যেসব রাজ্য এটা করেনি, সেইসব রাজ্য যেন এখন পেট্রোল-ডিজেলের ভ্যাট কমায়।

Trending Updates

প্রধানমন্ত্রী এরপরই বাংলা, মহারাষ্ট্র, কেরল, তেলেঙ্গানার মতো বিরোধীশাসিত রাজ্যগুলিকে অনুরোধ করে বলেন, "আমি নভেম্বরে বলেছিলাম, সব রাজ্য আমার কথা মানেনি। আমি কারও সমালোচনা করছি না। যে কোনও কারণেই হোক তখন আপনারা করতে পারেননি। সে রাজস্ব এই ৬ মাসে আপনারা তুলেছেন ভ্যাট বাবদ, সেটা আপনাদেরই রাজ্যের কাজে লাগবে। শুধু অনুরোধ করছি, আপনারা ৬ মাস আগে যেটা করতে পারেননি, সেটা এখন করুন। আপনাদের নিজেদের রাজ্যবাসীর স্বার্থে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File