লাইফস্টাইল

Mosquito Repellent Plant | মশা তাড়াতে আর কয়েল, ধুপ নয়! বাড়িতে এই গাছ লাগলেই পালাবে মশা!

Mosquito Repellent Plant | মশা তাড়াতে আর কয়েল, ধুপ নয়! বাড়িতে এই গাছ লাগলেই পালাবে মশা!
Key Highlights

ল্যাভেন্ডার, গাঁদার মত বেশ কিছু গাছ মশাকে দূরে রাখতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এই বিশেষ কিছু গাছ বাড়ির বাইরে লাগলেই আর ঘরে ঢুকবেনা মশা।

ভারতের প্রায় সব জায়গাতেই মশার (Mosquito) উপদ্রব। শীতকালে জানলা বন্ধ করে কিছুটা মশার হাত থেকে বাঁচা গেলেও গরমকালে তাও সম্ভব না। বাধ্য হয়েই মশা তাড়াতে নানা রকমের কয়েল (Mosquito Coil), ধুপ, রাসায়নিক তেল ইত্যাদি ব্যবহার করতে হয়। কিন্তু এসবে মশার হাত থেকে কিছুটা নিস্তার পাওয়া গেলেও অন্য দিকে হয়ে যায় বিপদ। মশা তাড়ানোর কয়েল, ধুপ, তেলের ধোঁয়া আমাদের শরীরে ডেকে আনতে পারে অনেক রকম রোগ। তবে এসব ক্ষতিকর পদার্থ ব্যবহার না করেই, প্রাকৃতিক উপায়ে নিজেকে ও নিজের পরিবারকে মশা থেকে রাখতে পারবেন দূরে। কিন্তু কীভাবে? উপায়টা শুনলে হয়ে যাবেন অবাক। 

মশাকে ঘর থেকে দূরে রাখতে পারে বেশ কিছু বিশিষ্ট গাছ। বিশেষজ্ঞদের মতে, মশা সাধারনত বেচেঁ থাকার জন্য রক্ত সংগ্রহ করতে আমাদের কামড়ায় না। আমাদের যে সব মশা কামরায় তা স্ত্রী মশা। ডিমের জন্য রক্ত সংগ্রহ করতেই আমাদের শরীরে কামড় দিয়ে রক্ত শুষে নেয় মশা। প্রধানত প্রাণীদেহের রক্তের গন্ধ ও শরীরের তাপমাত্রা দ্বারা মশা আকৃষ্ট হয় এবং বুঝতে পারে সে কোথার থেকে রক্ত শুষে নিতে পারবে। তবে এই বিশিষ্ট কিছু গাছ রয়েছে যা মশাকে আকৃষ্ট করে বেশি। এই ধরনের গাছ বাড়ির বা জানলে বাইরে রাখলেই আর ঘরে মশা ঢুকবেনা। ফলে দেখে নিন এই কোন কোন গাছ লাগাবেন মশার হাত থেকে বাঁচতে।

মশা তাড়ানোর গাছ | Mosquito Repellent Plant:

১. ল্যাভেন্ডার | Lavender : 

মশা তাড়াতে ল্যাভেন্ডার গাছ বেশ উপকারী। এই গাছের সুগন্ধে কোনো মশা ছাড়াও অন্যান্য কীটপতঙ্গও ঘরে প্রবেশ করতে পারবে না। এছাড়াও ইঁদুরও ক্ষতি করে না এই গাছের। তাই মশা, কীটপতঙ্গ থেকে বাঁচতে সামান্য রৌদ্রজ্জ্বল স্থানে এই গাছ রেখে দিতে পারেন। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এই গাছ বিরক্তিকর পতঙ্গসহ মশাকেও তাড়াবে অনায়াসেই।

২. লেমন গ্রাস |  Lemon Grass : 

এই গাছটি দেখতে অনেকটা পুদিনা পাতার মতো। এই গাছের খুব বেশীও যত্ন লাগেনা। একেবারে অযত্নেও থেকেও এই গাছটি খুব দ্রুত বেড়ে ওঠে। লেমন গ্রাস বাড়িতে থাকলেই যে মশা চলা যাবে তা নয়। বিশেষজ্ঞদের মতে, এর গন্ধ মশাকে দূরে সরাতে কার্যকরী ভূমিকা পালন করে। তবে লেমন গ্রাস যদি জলে ফুটিয়ে নিয়ে তা দিয়ে ঘরে মেজে মোছা যায়, তাহলে তা মশা তাড়াতে উপকারি।

৩. ক্যাটনিপ | Catnip : 

এই গাছে এক প্রকারের প্রাকৃতিক উদ্ভিজ কেমিক্যাল রয়েছে, যা বিশেষত পছন্দ বিড়ালের। তবে এছাড়াও এই গাছ মশা, মাছি, পোকামাকড়কে দূর করে। বলা হয়, ক্যাটনিপ পোকামাকড় তাড়ানোর রাসায়নিক উপাদানের চাইতেও বেশি কার্যকর। আলো-বাতাস আসে এমন স্থানে খুব সহজেই এই গাছ বেড়ে ওঠে।

৪. লেবু পাতা | Lemon Leaf : 

লেবু পাতার গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। তাই মশা তাড়াতে বাড়িতে লেবু গাছও লাগাতে পারেন।

৫. রোজমেরি | Rosemary : 

রোজমেরির গন্ধ মশাকে দূরে রাখতে অনেক কার্যকর। এই গাছের একটি অদ্ভূত গন্ধ রয়েছে, সেই গন্ধই মশাকে কাছে ঘেঁষতে দেয় না। গরম ও শুষ্ক তাপমাত্রায় রোজমেরি ভাল জন্মায়।

৬.গাঁদা | Marigold :

 গাঁদা গাছ বাড়িতে থাকলে মশার পরিমাণ কমে। ইন্ডোর প্ল্যান্ট হিসাবে বহু ধরনের গাঁদা গাছ পাওয়া যায়। বাড়িতে দরজার সামনে এই গাছ রাখলে কাজ দেয়। 

৭.বেসিল | Basil : 

বেসিল গেছের গন্ধেই চলে যায় মশা। ছোট্ট একটি পাত্রে বেসিল যদি ঘরে রাখা যায়, তাহলে তা কার্যকরী ফল দেয় মশা তাড়াতে।

৮. তুলসী | Tulsi : 

তুলসী গাছের উপকারিতা ও বৈশিষ্ট্যের মধ্যে মশা তাড়ানোর গুণও রয়েছে। বাড়িতে তুলসী গাছ রাখলে তা রোগ বিপত্তি থেকে যেমন রক্ষা দেয় বিভিন্ন ঔষধীগুণে, তেমনই মশা সহ বিভিন্ন পোকামাকড় তাড়াতেও তুলসী খুবই কার্যকরী।

৯. পুদিনা | Mint : 

মশা তাড়ানোর ক্ষেত্রে পুদিনা পাতাও বেশ কার্যকরী। বিশেষজ্ঞদের মতে, এর গন্ধে মশা দূরে চলে যায়। এছাড়াও অনেক পোকামাকড় দূরে রাখতে ভালো ফল দেয়।


Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?
West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
Howrah South Point Foundation | ৫০ বছর ধরে প্রতিবন্ধী ও দুস্থ শিশুদের অভিভাবক হাওড়া সাউথ পয়েন্ট সোশ্যাল ওয়েলফেয়ার আন্ড কম্যুনিটি ডেভেলপমেন্ট সেন্টার!
Successful Businessman | ভারতের সফল ব্যবসায়ী রতন টাটা,ধীরুবাই আম্বানি,গৌতম আদানির প্রথম চাকরি কী ছিল জানেন? কেউ কাজ করতেন গ্যাস স্টেশনে, কেউ ওষুধের দোকানে!
আজকের সেরা খবর | হিট স্ট্রোকে বাংলাদেশে একদিনে ১৭ জনের মৃত্যু! এখনও পর্যন্ত হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali