AK203-Sher | মিনিটে ৭০০ বুলেট ছুঁড়তে সক্ষম, নিশানা অব্যর্থ! ভারত-রাশিয়ার উদ্যোগে তৈরী হলো AK ২০৩-'শের'!

Monday, July 28 2025, 5:45 am
highlightKey Highlights

ভারত ও রাশিয়ায় যৌথ উদ্যোগে তৈরি সংস্থা Indo Russian Rifles Private Limited উত্তর প্রদেশের অমেঠির কারখানায় এই বন্দুক তৈরী করে।


AK সিরিজের ৪৭ এবং ৫৬ রাইফেল বিশ্বখ্যাত। এবার এসে গেলো  AK ২০৩। আর এই রাইফেল তৈরীর নেপথ্যে রয়েছে ভারতের অবদানও। ভারত ও রাশিয়ায় যৌথ উদ্যোগে তৈরি সংস্থা Indo Russian Rifles Private Limited উত্তর প্রদেশের অমেঠির কারখানায় এই বন্দুক তৈরী করে। এই নতুন রাইফেলের নাম দেওয়া হয়েছে, 'শের'। এই রাইফেল মিনিটে ৭০০ বুলেট ছুঁড়তে পারে। এর পাল্লা ৮০০ মিটার। এতে রয়েছে বিশেষ ধরনের optical sighting systems, যার ফলে এই বন্দুকের নিশানা অব্যর্থ। ২০৩০ সালের মধ্যে সব INSAS রাইফেল সরে গিয়ে চলে আসবে একে ২০৩।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File