Dharmasthala | পবিত্র ধর্মস্থলা মন্দিরে একাধিক ধর্ষণ-খুন ও গণ-কবর? সাফাইকর্মীর দেখানো স্থান থেকে উদ্ধার মানব কঙ্কাল!

Thursday, July 31 2025, 2:04 pm
Dharmasthala | পবিত্র ধর্মস্থলা মন্দিরে একাধিক ধর্ষণ-খুন ও গণ-কবর? সাফাইকর্মীর দেখানো স্থান থেকে উদ্ধার মানব কঙ্কাল!
highlightKey Highlights

অভিযুক্তের দেখানো জায়গায় প্রায় ৮ ফুট গভীর পর্যন্ত মাটি খুঁড়ে মানব কঙ্কালের হদিশ পায় সিট।


কর্ণাটকের ধর্মস্থলা মন্দিরের সাফাই কর্মীর কথাই তাহলে সত্যি হলো? ৩ জুলাই কর্ণাটক পুলিশের কাছে ওই মন্দিরের প্রাক্তন সাফাইকর্মী দাবি করেন, ১৯৯৮ থেকে ২০১৪ সালের মধ্যে একের পর এক ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার ধর্মস্থলায়। বহু নাবালিকা, স্কুলছাত্রী, তরুণী, কিশোরীদের অপহরণ করে যৌন নির্যাতনের পর খুন করা হত। তারপর দেহগুলি মাটি চাপা বা আগুনে পুড়িয়ে দেওয়া হতো। আর সেই কাজটি করতেন ওই সাফাইকর্মী। অবশেষে অভিযুক্তের দেখানো জায়গায় প্রায় ৮ ফুট গভীর পর্যন্ত মাটি খুঁড়ে মানব কঙ্কালের হদিশ পায় সিট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File