GST in UPI | UPI এর মাধ্যমে ২ হাজার টাকার বেশি লেনদেন করলেই দিতে হবে GST? কী বলছে কেন্দ্র?
Monday, July 28 2025, 3:50 am
Key Highlightsগত কয়েক সপ্তাহ ধরে UPI পেমেন্ট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ছোট ব্যবসায়ীদের মধ্যে। কারণ UPI এর মাধ্যমে পেমেন্ট নেওয়ায় GST নোটিস এসেছে বলে অভিযোগ তাঁদের।
প্রত্যেক দিন ভারতের অসংখ্য মানুষ UPI এর মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে UPI পেমেন্ট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ছোট ব্যবসায়ীদের মধ্যে। কারণ UPI এর মাধ্যমে পেমেন্ট নেওয়ায় GST নোটিস এসেছে বলে অভিযোগ তাঁদের। শোনা যাচ্ছে UPI এ ২ হাজার টাকার বেশি লেনদেন করলে GST লাগু হতে পারে। এবার এই বিষয়ে মুখ খুললো কেন্দ্র সরকার। রাজ্যসভার অধিবেশনে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরি ২০০০ হাজার টাকার বেশি UPI লেনদেনে GST ধার্যের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের।

