Operation Mahadev | 'অপারেশন মহাদেবে' নিকেশ পহেলগাঁওয়ের হামলার মূল পরিকল্পনাকারী মুসা! কীভাবে খোঁজ পেলো সেনা?
Monday, July 28 2025, 1:18 pm

সোমবার ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং CRPF এক সঙ্গে 'অপারেশন মহাদেব' নামে একটি সন্ত্রাসবিরোধী অভিযানে ৩ পাক জঙ্গিকে নিকেশ করে।
পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিলো ভারতের সেনা! সোমবার ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং CRPF এক সঙ্গে 'অপারেশন মহাদেব' নামে একটি সন্ত্রাসবিরোধী অভিযানে ৩ পাক জঙ্গিকে নিকেশ করে। যার মধ্যে ছিল পহেলগাঁওয়ের হামলার মূল পরিকল্পনাকারী তথা লস্কর ই তৈয়বা (এলইটি) শীর্ষ কমান্ডার হাসিম মুসা। গোপন সূত্রে এবং স্থানীয়দের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে এই মিশন শুরু করে সেনা। দাচিগাঁওয়ের বনের গভীর থেকে সন্দেহজনক যোগাযোগের বাধা পাওয়ার পর, সন্ত্রাসবিরোধী অভিযান দুই দিন ধরে চলছিল।
- Related topics -
- দেশ
- ভারত
- কাশ্মীর পুলিশ
- জম্মু-কাশ্মীর
- কাশ্মীর
- জঙ্গিগোষ্ঠী
- পহেলগাঁও জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- জঙ্গি
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- সেনাকর্মী