Divya Deshmuk | দাবায় বিশ্বসেরা! প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন পেলো ভারত! চিনুন দিব্যা দেশমুখকে!

দাবায় ইতিহাস লিখলেন দিব্যা দেশমুখ (divya deshmukh)! প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন পেলো ভারত। শনিবার মেয়েদের দাবা বিশ্বকাপ (chess world cup) এর ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুই ভারতীয় কোনেরু হাম্পি ও দিব্যা দেশমুখ। তবে প্রথম দু’টি গেম ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সোমবার সেই টাইব্রেকারে রুদ্ধশ্বাস লড়াই হয় দুই ভারতীয় মহিলা দাবা খেলোয়াড়ের মধ্যে। তবে দ্বিতীয় গেমে ভারতের এক নম্বর মহিলা দাবাড়ু হাম্পিকে হারিয়ে প্রথম ভারতীয় মহিলা দাবাড়ু হিসেবে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেন দিব্যা দেশমুখ।
দাবায় ইতিহাস লিখলেন দিব্যা দেশমুখ (divya deshmukh)! প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন পেলো ভারত। শনিবার মেয়েদের দাবা বিশ্বকাপ (chess world cup) এর ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুই ভারতীয় কোনেরু হাম্পি ও দিব্যা দেশমুখ। তবে প্রথম দু’টি গেম ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সোমবার সেই টাইব্রেকারে রুদ্ধশ্বাস লড়াই হয় দুই ভারতীয় মহিলা দাবা খেলোয়াড়ের (female chess player in india) মধ্যে। তবে দ্বিতীয় গেমে বাজিমাত করে ইতিহাস গড়েন দিব্যা! কালো ঘুঁটি নিয়ে খেলেও বর্তমানে ভারতের এক নম্বর মহিলা দাবাড়ু হাম্পিকে হারিয়ে প্রথম ভারতীয় মহিলা দাবাড়ু হিসেবে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেন দিব্যা দেশমুখ।

পাঁচ বছর বয়সেই দাবাকে আপন করে নেন দিব্যা :
নাগপুরে জন্ম এবং বেড়ে ওঠা দিব্যা দেশমুখের (divya deshmukh)। বাবা জিতেন্দ্র দেশমুখ এবং মা নম্রতা দেশমুখ দু’জনেই চিকিৎসক। রয়েছে এক দিদিও। তাঁকে ব্যাডমিন্টন খেলতে দেখেই খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হয় দিব্যার। কিন্তু ব্যাডমিন্টন নয়, দিব্যার মন জয় করে দাবা। পাঁচ বছর বয়সেই সেই ছোট্ট বয়সেই সাদা-কালো ৬৪ খোপের খেলাকে নিজের স্বপ্নপূরণের মাধ্যম করে নিয়েছিলেন দিব্যা দেশমুখ। এর পর শুরু 'দৌড়'!
দাবায় পর পর জয় দিব্যার :
মাত্র সাত বছর বয়সেই জাতীয় স্তরে সাফল্য। ছ’বছর পূর্ণ হওয়ার কিছু দিন পর দিব্যা নাম দেন অনূর্ধ্ব-৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে। ২০১২ সালের সেই প্রতিযোগিতাতেই আসে পদক। এর পর ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১০ বিশ্বখেতাব। ২০১৭ সালে ব্রাজিলে অনূর্ধ্ব-১২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন। এরপর ২০২১ সালে মহিলাদের ফিডে মাস্টার এবং মহিলা গ্র্যান্ডমাস্টার খেতাব জয়। ২০২৩ সালে পান ইন্টারন্যাশনাল মাস্টার খেতাবও। আর ২০২৪ সালে জিতেছেন অনূর্ধ্ব-২০ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ। এখানেই শেষ নয়, গত বছর দাবা অলিম্পিয়াডে ভারতের সোনাজয়ী মহিলা দলের অন্যতম সদস্য ছিলেন দিব্যা। ওই বছরই ওয়ার্ল্ড টিম র্যাপিড এবং ব্লিৎজ চ্যাম্পিয়নশিপেও দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে এশিয়া এবং বিশ্ব পর্যায়ের একাধিক খেতাব। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর অভিজ্ঞতা। আর ২০২৫ সালে ফিডে মহিলা বিশ্বকাপে (FIDE Women's World Cup) জয়ী হয়ে বিশ্বচ্যাম্পিয়ন!
আরও পড়ুন : সব ফর্ম্যাটেই বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে জয়! গুকেশের পর এবার কার্লসেনকে হারিয়ে নজির প্রজ্ঞানন্দের!

প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন দিব্যা :
শনিবার ফাইনালে প্রথম রাউন্ডে ৪১ চালের মাথায় দিব্যা এবং হাম্পি দু’জনেই ড্র মেনে নেন। সেদিন ১৯ বছরের দিব্যা সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন। তাঁর ওপেনিং গেম খুবই ভালো হয়েছিল। কিন্তু ১৪ রাউন্ডে এসে দিব্যার দ্বিগুণ বয়সি ৩৮ বছরের কোনেরু হাম্পি ম্যাচের রাশ ধরে নেন। তবে ম্যাচ জিততে পারেননি। পরে রবিবার দ্বিতীয় গেমেও ফয়সালা হয়নি ম্যাচের। ৩৪ চালের পরে গেম ড্র হয়ে যায়। তবে সোমবার কোনেরু হাম্পি ও দিব্যা দেশমুখের (divya deshmukh) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম র্যাপিড গেম শেষ হয় অমীমাংসিত ভাবে। তবে দ্বিতীয় গেমেই বাজিমাত করেন দিগড়েন ব্যা। কালো ঘুঁটি নিয়ে খেলেও বর্তমানে ভারতের এক নম্বর মহিলা দাবাড়ু হাম্পিকে হারিয়ে দেন। দুই গেম মিলিয়ে ম্যাচের ফল হয় ১.৫-০.৫।
আরও পড়ুন : ডি গুকেশের কাছে হেরেই মেজাজ হারালেন কার্লসেন! সজোরে ঘুসি মারলেন বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু!

মেয়েদের দাবা বিশ্বকাপ (chess world cup)জিতে ইতিহাস লিখলেন দিব্যা। বলা বাহুল্য, বিশ্বসেরা হওয়ার পাশাপাশি দিব্যা এদিন খেতাব জিতে সরাসরি পেলেন গ্র্যান্ডমাস্টার শিরোপাও। ভারতের মহিলা দাবা খেলোয়াড় (female chess player in india) হিসেবে দিব্যা হলেন চতুর্থ দাবাড়ু যিনি এই নজির গড়লেন। ৮৮তম ভারতীয় গ্র্যান্ডমাস্টার (indian grandmaster) হলেন দিব্যা। বিশ্বনাথন আনন্দ, দিব্যেন্দু বড়ুয়া, গুকেশ, প্রজ্ঞানন্দদের সঙ্গে তালিকায় নাম জুড়ল তাঁর।