Dilip Ghosh | সোশ্যাল মিডিয়ায় কুৎসা, তদন্তের আর্জি জানিয়ে লালবাজারে দিলীপ ঘোষ
Saturday, July 26 2025, 1:51 pm

সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এই নিয়ে এবার লালবাজারের সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল দিলীপ ঘোষ নাকি দলবদল করবেন। সেই জল্পনা কমতেই এবার সোশ্যাল মিডিয়ায় একটি ঘনিষ্ঠ মুর্হূতের ভিডিও নিয়ে নাম জড়িয়েছে বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতির। এবার এঘটনার তদন্ত চেয়ে লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন দিলীপ। সাইবার ক্রাইমে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমার রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করতে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে।’ অভিযুক্তকে চিহ্নিত করে আইনানুযায়ী তাঁদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনীতিবিদ
- শহর কলকাতা
- বিজেপি সাংসদ
- বিজেপি
- বিজেপি কর্মী
- দিলীপ ঘোষ
- রাজ্য
- লালবাজারের সাইবার ক্রাইম শাখা
- সাইবার ক্রাইম