মার্চ মাসেই সৌর ঝড়! পৃথিবীতে এর কতটা প্রভাব পড়বে? নাসার সতর্কতা শুনলে চমকে যাবেন

Monday, March 28 2022, 5:13 pm
highlightKey Highlights

সৌর ঝড়ের প্রভাবটা ঠিক কেমন হতে পারে, তা সম্পর্কে সকলের ধারণা কম। এই ঝড়ের ফলের কী প্রভাব পড়তে পারে পৃথিবীতে তা নিয়েও সাধারণের মধ্যে কোনও স্পষ্ট ধারনা নেই।


সম্প্রতি নাসা জানিয়েছে, সোমবার, অর্থাৎ আজই সৌর ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর। এর ফলে পৃথিবীতে কী প্রভাব পড়তে পারে, তা নিয়েও স্পষ্ট জানিয়েছে নাসা।

এই সৌর ঝড়ের ফলে গ্রীষ্মের আকাশে আরও বেশ করে আলোকময়তা দেখা যেতে পারে বলে দাবি নাসার 

বৈজ্ঞানিকদের দাবি, ইংল্যান্ডের সময় সকাল ছটা নাগাদ এই সৌর ঝড় আছড়ে পড়তে পারে। রবিবার, অর্থাৎ ১৮ ঘণ্টা আগে, এই বিষয়টি প্রথবার জানতে পারে নাসা।

Trending Updates

বৈজ্ঞানিকরা এপ্রসঙ্গে জানিয়েছেন, "সোলার স্ট্রর্ম যখন পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে, তখন একটি বিশেষ প্রকাশ পরিস্থিতি তৈরি হয়। যেটিকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় অরোরা পোলারিস। উচ্চ-তরঙ্গের রেডিও সিগন্যালে এর সমস্যা ধরা পড়তে পারে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File