Yohani-T Series: ‘মানিকে মাগে হিতে’ থেকে জনপ্রিয়তা লাভের পর সোজা টি সিরিজে যোগ, সংস্থার সাথে চুক্তি করলো সিংহলী গায়িকা

Thursday, March 17 2022, 12:34 pm
highlightKey Highlights

নতুন প্রতিভা খুঁজে আনায় টি সিরিজের জুড়ি মেলা ভার। জনপ্রিয় বহু শিল্পীই গাইছেন এই সংস্থার হয়ে। সেই তালিকায় নবতম সংযোজন ইয়োহানি। সদ্যই সংস্থার চুক্তিপত্রে সই করলেন তিনি


একটি গানেই মাত গোটা বিশ্ব। ‘মানিকে মাগে হিতে’র সুরে আট থেকে আশি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ দুলে উঠেছে। সেই ইয়োহানিই এ বার টি সিরিজের মুখ। ভারতের এই জনপ্রিয় মিউজিক লেবেলের নিজস্ব শিল্পী হিসেবে চুক্তিবদ্ধ হলেন সিংহলী গায়িকা ইয়োহানি।

‘মানিকে মাগে হিতে’ গেয়েই জনপ্রিয়তার শিখরে ইয়োহানি, সই করলেন টি সিরিজের চুক্তিপত্রে

ভূষণ কুমারের আমলে ইদানীং জনপ্রিয় বহু শিল্পীই গাইছেন এই সংস্থার হয়ে। তালিকায় রয়েছেন গুরু রন্ধওয়া, জুবিন নওটিয়াল, হানি সিংহ, পায়েল দেব প্রমুখ। তাতেই নবতম সংযোজন ইয়োহানি। তাঁর হাত ধরেই দেশের গণ্ডি পেরিয়ে এ বার বিদেশের প্রতিভাশালী গায়কদেরও দলে টানা শুরু করল টি সিরিজ।

Trending Updates
সিংহলী গায়িকা ইয়োহানি
সিংহলী গায়িকা ইয়োহানি

ইয়োহানিকে টি সিরিজের মুখ হিসেবে পেয়ে খুশি সংস্থার প্রধান ভূষণ কুমার। তিনি জানালেন, “বরাবরই গানের দুনিয়ায় নতুন ধারা তৈরিতে সামিল হয়ে এসেছি আমরা। আশা করি ইয়োহানির মতো তরুণ প্রজন্মের প্রতিভাশালী শিল্পীদের সঙ্গে পেয়ে শ্রোতাদের দুর্দান্ত সব গান উপহার দিতে পারব।”

টি সিরিজের প্রধান ভূষণ কুমারের সাথে ইয়োহানি
টি সিরিজের প্রধান ভূষণ কুমারের সাথে ইয়োহানি

ভারতের অন্যতম জনপ্রিয় মিউজিক লেবেলের চুক্তিপত্রে সই করে আপ্লুত ইয়োহানি নিজেও। গায়িকা বলেন, “ভূষণ কুমারের মতো বিশিষ্ট মানুষ এবং টি সিরিজের মতো এত নামী সংস্থার হয়ে গাওয়ার সুযোগ মেলা যে কোনও শিল্পীর কাছেই স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি দারুণ খুশি, উত্তেজিত এবং কৃতজ্ঞ। একটা গান আমার জীবন এ ভাবে পাল্টে দেবে ভাবতেই পারিনি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File