Offbeat Places Near Darjeeling | সোনালী সকালে হিমালয়ের একাধিক শৃঙ্গচূড়া দেখতে পাবেন দাওয়াইপানি-তে!

Saturday, February 24 2024, 7:23 am
highlightKey Highlights

দার্জিলিংয়ের কাছাকাছি অফবিট জায়গার মধ্যে অন্যতম দাওয়াইপানি। দেখুন পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামে যাবেন কীভাবে।


দাওয়াইপানি, নামটা হাস্যকর কিংবা অদ্ভুত হলেও জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর! কম দিনে হওয়া বদলের জন্য বলা যেতে পারে পারফেক্ট! উত্তরের হাওয়া, পাহাড়, নীল আকাশ, সব মিলিয়ে দার্জিলিংয়ের কাছাকাছি অফবিট এই জায়গা (Offbeat Places Near Darjeeling) কিন্তু আসলে দার্জিলিংয়েরও উচুতে অবস্থিত।জেনে নিন এই দাওয়াইপানি সম্পর্কে!

 দার্জিলিংয়েরও উচুতে অবস্থিত দাওয়াইপানি
 দার্জিলিংয়েরও উচুতে অবস্থিত দাওয়াইপানি

দাওয়াইপানি । Dawaipani : 

সবুজের মাঝে অবস্থিত এই দাওয়াইপানি (Dawaipani) গ্রাম। দার্জিলিংয়ের ভিড় থেকে বহু দূরে হলেও এখানে রয়েছে সেই ' পাহাড়ের রানি ' রই স্বাদ। এই গ্রাম থেকে শৈলশহরের দৃশ্যে মুগ্ধ হতে বাধ্য। প্রায় ৬হাজার ফুট উচ্চতা থেকে দিনের বেলায় দার্জিলিংকে দেখলে মনে হবে গীরিশিরায় যেন অসংখ্য ফুল ফুটেছে। এখান থেকে দেখতে পাবেন হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চল। নির্জনে প্রকৃতির আমেজে সময় কাটাতে হলে দার্জিলিংয়ের কাছাকাছি এই অফবিট জায়গা (Offbeat Places Near Darjeeling) হলো সেরা। 

 প্রায় ৬হাজার ফুট উঁচুতে পাহাড়ের কোলে  অবস্থিত দাওয়াইপানি
 প্রায় ৬হাজার ফুট উঁচুতে পাহাড়ের কোলে অবস্থিত দাওয়াইপানি

পাহাড়ের কোলে, সবুজের মধ্যে দেখতে পাবেন হিমালয়ের চেনা অচেনা পাখি। দার্জিলিংয়ের পাশাপাশি দাওয়াইপানিতে (Dawaipani) পাবেন ডুয়ার্সের স্বাদও। অতিবশ্যই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকেও। বলা হয় পাহাড়ের প্রতিটা খাদে রয়েছে এক অজানা গল্প, ইতিহাস। পাহাড়ের কোলে অবস্থিত দাওয়াইপানি (Dawaipani) এরও রয়েছে এক ইতিহাস। এক সময় ব্রিটিশদের প্রিয় কুইন অব হিলস ছিল দার্জিলিং। এই গ্রামের একটু নিচেই রয়েছে ব্রিটিশদেরই তৈরি একটা ছোট সেতু। সেখান দিয়ে অনবরত বয়ে চলেছে দাওয়াইপানি নদী। অনেকে বলেন, এর থেকেই দার্জিলিংয়ের কাছাকাছি এই অফবিট জায়গার (Offbeat Places Near Darjeeling) নামকরণ।

  দার্জিলিংয়ের কাছাকাছি অফবিট জায়গা সম্পর্কে আরও পড়ুন : পাহাড়ের মাঝে পাখির কলতানে মুগ্ধতা, শান্তি পাবেন রংটং-এ!

 সবুজের মধ্যে দেখতে পাবেন হিমালয়ের চেনা অচেনা পাখি
 সবুজের মধ্যে দেখতে পাবেন হিমালয়ের চেনা অচেনা পাখি

দাওয়াইপানিতে কী কী দেখতে পাবেন? । What to see in Dawaipani?

দার্জিলিংয়ের কাছাকাছি এই অফবিট জায়গা (Offbeat Places Near Darjeeling) দাওয়াইপানি - তে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। এই গ্রামের রাস্তা ধরেই রয়েছে যাবতীয় বাড়িঘর, স্কুল। পাহাড়ের ধাপে ধাপে রয়েছে চাষের জমি। নানান রকমের গাছ। যদি আকাশ পরিষ্কার পান, তাহলে দাওয়াইপানি (Dawaipani) থেকেই  দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ের অনেকগুলো বরফচূড়া। নেপাল থেকে ভুটান হিমালয়ের সব শৃঙ্গ দেখতে পাবেন এখান থেকে। এর নিচেই রয়েছে সিকিমের জোর্থাং ও নামচি শহর। এই  গ্রাম থেকে দেখতে পাবেন সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ রঙের খেলাও।

  দাওয়াইপানি থেকেই  দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ের অনেকগুলো বরফচূড়া  
  দাওয়াইপানি থেকেই  দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ের অনেকগুলো বরফচূড়া  

দাওয়াইপানিতে কীভাবে যাবেন ? । How to go to Dawaipani?

দার্জিলিংয়ের কাছাকাছি এই অফবিট জায়গায় (Offbeat Places Near Darjeeling) দাওয়াইপানি - তে এনজিপি বা শিলিগুড়ি থেকে যেতে পারবেন। এখান থেকে দূরত্ব ৮০ কিলোমিটার। জোড়বাংলো বা ঘুম পর্যন্ত শেয়ার গাড়িতে গিয়ে বাকি পথ গাড়ি ভাড়া করে পেশক রোড হয়েও এই গ্রামে পৌঁছতে পারেন। দার্জিলিং থেকে এর দূরত্ব মাত্র ২০কিমি।

  দার্জিলিংয়ের কাছাকাছি অফবিট জায়গা সম্পর্কে আরও পড়ুন : কাঞ্চনজঙ্ঘার ভিউ সঙ্গে ট্রেকিং! ঘুরে আসুন মাইন্ড রিফ্রেশিং ধোত্রেতে!

  দাওয়াইপানি - তে এনজিপি বা শিলিগুড়ি থেকে যেতে পারবেন  
  দাওয়াইপানি - তে এনজিপি বা শিলিগুড়ি থেকে যেতে পারবেন  

দাওয়াইপানিতে কখন যাবেন ? ।  When to go to Dawaipani?

দাওয়াইপানি সারাবছরই সুন্দর। তবে ডিসেম্বরের শেষে ঝকঝকে মেঘহীন আকাশ পাবেন। পরিষ্কার দেখতে পাবেন পাহাড়ের শৃঙ্গ।দাওয়াইপানিতে হোমস্টে (Dawaipani Homestay) এর সুব্যবস্থা রয়েছে। এখানে একাধিক হোমস্টে রয়েছে। আপনি চাইলে আগের থেকেই দাওয়াইপানিতে হোমস্টে (Dawaipani Homestay) -তে বুকিং করে যেতে পারেন।

  দার্জিলিংয়ের কাছাকাছি অফবিট জায়গা সম্পর্কে আরও পড়ুন : মেঘের মাঝে ছোট্ট সুন্দর গ্রাম 'রামধুরা! হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা!

এই গ্রামে যখন সকলের মিঠে রোদ পড়ে তখন সোনালী রঙের ঝলমলিয়ে ওঠে চারিপাশ
এই গ্রামে যখন সকলের মিঠে রোদ পড়ে তখন সোনালী রঙের ঝলমলিয়ে ওঠে চারিপাশ

এই গ্রামে যখন সকলের মিঠে রোদ পড়ে তখন সোনালী রঙের ঝলমলিয়ে ওঠে চারিপাশ। দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে নিরিবিলিতে আরও সুন্দর প্রকৃতির আমেজে দিন কাটাতে একদম পারফেক্ট এই গ্রাম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File