Offbeat Places Near Darjeeling | তিস্তার শীতল জল,সঙ্গে কাঞ্চনজঙ্ঘা! ঘুরে আসুন 'অফবিট' পানবুদারায়!

Monday, February 26 2024, 6:21 am
highlightKey Highlights

দার্জলিংয়ের কাছেই রয়েছে অফবিট ডেস্টিনেশন, পাহাড়ি গ্রাম পানবুদারা। এখানে তিস্তা,কাঞ্চনজঙ্ঘার দৃশ্যের সঙ্গে ব্যবস্থা রয়েছে ক্যাম্পিংয়েরও।


সামনেই আসছে পুজো। যারা অনেকেই ঘুরতে বেশি পছন্দ করেন এবং সারা বছরে কাজে চাপে কোথাও ঘুরতে যেতে পারেন না তাদের এই পুজোর ছুটি যেন পাখির চোখ। পুজোর পাঁচটা দিনের ছুটিতে পরিবার মিলে বা বন্ধুবান্ধবের সঙ্গে অনেকেই বেরিয়ে পড়েন পাহাড়ের উদ্দেশ্যে। কম দিনে পাহাড় মানেই বাঙালির কাছে দার্জিলিং (Darjeeling)। তবে 'দী-পু-দা' এতটাই বেশি জনপ্রিয় যে বছরের বেশিরভাগ সময়ই বেশ জনবহুল হয়ে থাকে পাহাড়ের রানী দার্জিলিং। ফলে বর্তমানে 'অফবিট ডেস্টিনেশনের' (Offbeat Destination For Travel) খোঁজ করেন ভ্রমণ প্রেমীরা। তবে বহু সন্ধানের পরেও এই অফবিট ডেস্টিনেশনের সন্ধান না পেয়ে সেই এক ঘেয়ে জায়গাতেই যেতে হয়  পর্যটকদের। ফলে আপনার জন্য রইলো আপনার পছন্দের দার্জিলিংয়ের কাছেই অফবিট ঘোরার জায়গা (Offbeat Places Near Darjeeling)।

ঘুরে আসুন দার্জিলিংয়ের কাছে অফবিট এই ডেস্টিনেশনে 
ঘুরে আসুন দার্জিলিংয়ের কাছে অফবিট এই ডেস্টিনেশনে 
Trending Updates

পানবুদারা । Panbudara :

দার্জিলিংকে বলা হয় 'কুইন অফ হিলস' (Queen of Hills), অর্থাৎ কিনা পাহাড়ের রানি। বাঙালি হয়ে জন্ম নিলে বা পশ্চিমবঙ্গে (West Bengal) জন্ম নিলে দার্জিলিং যাওয়া যেন মাস্ট। ফলে এরকম খুব কম বাঙালিই দেখা যায় যে দার্জিলিং একবারও যাননি। কেবল বাঙালিদের কাছেই নয়, গোটা ভারত এমনকি বিদেশে ভ্রমণ পিপাসুদের কাছেও পছন্দের ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে অন্যতম নাম দার্জিলিং। তবে বিগত বেশ কয়েক বছর ধরে দার্জিলিংয়ে সব সময়ই দেখা যায় ভিড়। এর ফলে পর্যটকদের চোখ যাচ্ছে দার্জিলিংয়ের আশেপাশের অফবিট ডেস্টিনেশনগুলির দিকে। এরকমই কম জনবহুল, নজরকাড়া ডেস্টিনেশন হয়ে উঠেছে দার্জিলিংয়ের কাছের এই জায়গা পানবুদারা।

কম জনবহুল, নজরকাড়া ডেস্টিনেশন হয়ে উঠেছে দার্জিলিংয়ের কাছের জায়গা পানবুদারা
কম জনবহুল, নজরকাড়া ডেস্টিনেশন হয়ে উঠেছে দার্জিলিংয়ের কাছের জায়গা পানবুদারা

কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga) ১৮০ ডিগ্রি ভিউ এবং সেই সঙ্গে তিস্তার (Teesta) কলকলানি, সবে মিলিয়ে একান্তে সময় কাটানোর একেবারে আদর্শ জায়গা ৫৫০০ ফুট উঁচুতে অবস্থিত এই পানবুদারা। যারা খুব একটা বেশি জনবহুল জায়গা পছন্দ করেন না, তাদের জন্য এক নম্বর হতে পারে দার্জিলিংয়ের কাছাকাছি এই অফবিট জায়গা। এছাড়াও পাহাড় বা অন্যান্য জায়গা থেকে পানবুর ভিউ একটু অন্যরকম। বলা চলে, এখানকার সৌন্দর্য যেন আরও বেশি।

কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং সেই সঙ্গে তিস্তার  কলকলানি, সবে মিলিয়ে একান্তে সময় কাটানোর একেবারে আদর্শ জায়গা
কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং সেই সঙ্গে তিস্তার  কলকলানি, সবে মিলিয়ে একান্তে সময় কাটানোর একেবারে আদর্শ জায়গা

পানবুদারায় কী কী দেখতে পাবেন?  । What can you see in Panbudara? :

কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায় পানবুদারা থেকে। ছোট্ট গ্রামটিতে প্রকৃতি যেন নিজের খেয়ালে সাজিয়েছে নিজেকে। ভিউপয়েন্ট থেকে সাদা বরফে ঢেকে থাকা কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে পাবেন। কালীঝোরা(Kalijhora)  হয়ে পানবুদারায় আসার পথে রাস্তায় পড়বে তিস্তা। রাস্তাতেই  অপূর্ব সুন্দর ভিউ পাবেন। নিরিবিলি এই পাহাড়ি গ্রামের পাদদেশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা তিস্তা। এর পাশাপাশই দেখতে পাবেন, সেভকের রেল ব্রিজ (Sevak Rail Bridge) আর ঐতিহ্যশালী করোনেশন ব্রিজ (Coronation Bridge)। এর খুব কাছেই রয়েছে ইয়ামাখুম (Yamakhum)। এখান থেকে চারখোল (Charkhol), সিঞ্জিদারা (Sinjidara), ঝান্ডিদারা (Jhandidara), ডেলো (Delo), দুরপিনের (Durpin) সৌন্দর্যও চাক্ষুষ করে আসতে পারেন। এখানে রয়েছে ক্যাম্পিংয়ের (Camping) ব্যবস্থাও।  কালিম্পঙও (Kalimpong) খুব কাছে এই পাহাড়ি গ্রাম থেকে।

ভিউপয়েন্ট থেকে সাদা বরফে ঢেকে থাকা কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে পাবেন
ভিউপয়েন্ট থেকে সাদা বরফে ঢেকে থাকা কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে পাবেন

পানবুদারায় কীভাবে যাবেন ? । How to go to Panbudara? :

 এই নিরিবিলি পাহাড়ি গ্রামে যাওয়ার জন্য আপনাকে প্রথমে কলকাতা (Kolkata) কিংবা অন্যান্য এলাকা থেকে ট্রেনে কিংবা বাসে আগে পৌঁছাতে হবে শিলিগুড়িতে (Siliguri)। শিলিগুড়ি থেকে পানবুদারার দূরত্ব ৭৩ কিলোমিটার। রম্ভিবাজার (Rambhibazar) হয়ে যাওয়া যায় পানবুদারায়। তবে কালীঝোরা হয়ে গেলে এই দূরত্ব খানিকটা কম হয়। এখানে শুধু পানবুদারাই নয়, খুব কাছেই রয়েছে ইয়াং মাকুম আর সামথার। 

শিলিগুড়ি থেকে পানবুদারার দূরত্ব ৭৩ কিলোমিটার
শিলিগুড়ি থেকে পানবুদারার দূরত্ব ৭৩ কিলোমিটার

পানবুদারাতে কখন যাবেন ? । When to go to Panbudarat?

বছরের সব সময়ই পানবুদারাতে আসা যায়। যদিও বেশিরভাগ মানুষ গরমের ছুটিতেই ঘুরতে যায়, তবে গ্রীষ্মকালে আকাশ পরিষ্কার থাকলেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। কারণ সেই সময় কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি মেঘের আস্তরণ থাকে। তাই একবার বর্ষা পেরিয়ে গেলে কাঞ্চন চূড়া একেবারে স্পষ্ট হয়ে ওঠে। ফলে বর্ষার পরেই দার্জিলিংয়ের কাছাকাছি এই অফবিট জায়গায় যাওয়া সব থেকে ভালো।

গ্রীষ্মকালে আকাশ পরিষ্কার থাকলেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না
গ্রীষ্মকালে আকাশ পরিষ্কার থাকলেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না

এই অপূর্ব অফবিট ডেস্টিনেশনে রয়েছে  থাকা-খাওয়ার সুষ্ঠ ব্যবস্থাও। রাস্তাঘাট ভাল হওয়ার সৌজন্যে হোমস্টে-র একেবারে সামনে পর্যন্ত গাড়ি যেতে পারবে। পর্যটন মানচিত্রে ক্রমশ জায়গা করে নিচ্ছে দার্জিলিংয়ের কাছাকাছি এই অফবিট ডেস্টিনেশন (Offbeat Places Near Darjeeling)। এর ফলে এখানে গড়ে উঠছে একাধিক হোমস্টে, হোটেল। আপনি চাইলে সিকিম (Sikkim) কিংবা দার্জিলিংয়ে দিনকয়েক থেকে সেখান থেকে ঘুরেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামটিতে এসে কাটাতে পারেন দুটো দিন। ফলে খুব কম দিনের ছুটিতে নিরিবিলিতে সুন্দর প্রকৃতির মধ্যে ঘুরতে যেতে চাইলে বা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ অর্থে করতে পাহাড়ের মধ্যে ক্যাম্পিং করতে চাইলে পানবুদারাকে বেছে নিতে পারেন নিশ্চিন্তে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File