Weather | সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস! রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি! বঙ্গোপসাগরে তৈরী ঘূর্ণাবর্ত!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

শনিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে।


সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরেই বর্তমানে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আগামীদিনে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা। এর ফলেই দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? । Weather in South Bengal : 

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। যা শনিবার সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোবে। বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশেও। দক্ষিণবঙ্গে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে
দক্ষিণবঙ্গে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে

শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় সেরকম ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামীকাল উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Medinipur), হাওড়া (Howrah), পশ্চিম মেদিনীপুর (West Medinipur) এবং পূর্ব বর্ধমানে (East Burdwan) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাছাড়া হুগলি (Hooghly), পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (West Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) ও নদিয়ায়  (Nadia) হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে
হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে

তবে শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। উপকূলের জেলাগুলিতে রবিবার দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাসও থাকছে বলে খবর। শনিবার পর্যন্ত আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার দক্ষিণবঙ্গের চারটি জেলায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে,  ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবারও একইরকমভাবে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ, উত্তর বঙ্গোপসাগরের উপর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হলে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস 
শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস 

কলকাতার আবহাওয়া কেমন থাকবে? ।Weather in Kolkata : 

এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। আর্দ্রতা জনিত অস্বস্তি থাকলেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। শহর ও শহরতলির কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিও হয়েছে। আজ, শনিবারও শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে।আজ বাতাসে জলীয় বাষ্প ১০০ শতাংশ। তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সপ্তাহান্তে শহরের তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়

উত্তরবঙ্গের আবহাওয়া কেবল থাকবে? । Weather in North Bengal : 

আগামী কয়েক দিন অবশ্য বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। উপরের দিকের জেলা দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri),  আলিপুরদুয়ার (Alipurduar) এবং কোচবিহারে (Cooch Behar ) বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা (Malda), উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ (North and South Dinajpur) নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। রবিবার অবশ্য উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সেদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে।

ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী ৫ ই সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে
ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী ৫ ই সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে

আগামী রবিবার, ৩ রা সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে জানা গিয়েছে। সেই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী ৫ ই সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। তবে আগামী দু'দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File