Weather Update for 15 Days | একদিন আগেই বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত! আগামীকাল থেকে গোটা দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি! জারি হলুদ সতর্কতা!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

ঘূর্ণাবর্তের পূর্বাভাস আগেই দিয়েছিলো আবহাওয়া দফতর। তবে বুধবারের বদলে মঙ্গলবারই তৈরী হচ্ছে ঘূর্ণাবর্ত। সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে বাড়বে বর্ষণ।


আবারও বদল আবহাওয়ায়। সমুদ্রে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। এর ফলে আগামী কয়েকদিন বদলে যাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather Update for 15 Days) (Weather 20 Days)। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে বেশ কিছু দিন বঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়তে পারে। ঘূর্ণাবর্ত কাঁপাবে বাংলা-ওড়িশার (Odisha) আবহাওয়া।

ঘূর্ণাবর্ত কাঁপাবে বাংলা-ওড়িশার আবহাওয়া
ঘূর্ণাবর্ত কাঁপাবে বাংলা-ওড়িশার আবহাওয়া
Trending Updates

আগেই ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিয়েছিলো আলিপুর আবহওয়া দফতর (Alipore Weather Department)।  প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, বুধবার এই ঘূর্ণাবর্তের তৈরী হওয়ার কথা ছিল। কিন্তু তা বুধ নয়, মঙ্গলেই বাংলা-ওড়িশায় তৈরী হতে চলেছে বলে খবর। ভারতীয় মৌসম ভবন (Indian Meteorological Bureau) জানিয়েছে, এই ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। ভাসবে উপকূলীয় জেলাগুলিও।

আগেই ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিয়েছিলো আলিপুর আবহওয়া দফতর
আগেই ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিয়েছিলো আলিপুর আবহওয়া দফতর

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হবে নয়া ঘূর্ণাবর্ত। আগামিকাল মঙ্গলবার অর্থাৎ ১২ই সেপ্টেম্বর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে। উত্তরপশ্চিম এবং তৎসংলগ্ন মধ্যপশ্চিম বঙ্গোপসাগরে এই সিস্টেমটি তৈরি হবে বলে জানা গিয়েছে। এই ঘূর্ণাবর্তটিও ওড়িশা হয়ে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) দিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দিকে যেতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। পাশাপাশি, এই ঘূর্ণাবর্তের জেরে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে (Weather Update for 15 Days) (Weather 20 Days)।

দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে
দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে

আলিপুর আবহাওয়া দফতরের জারি করা সতর্কতা অনুযায়ী, আজ অর্থাৎ সোমবার বিকেল সন্ধ্যে নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর (West Midnapore ) ও হুগলি (Hooghly) জেলায়। বিকেলের পর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), হাওড়া (Weather Howrah West Bengal), কলকাতা (Kolkata), হুগলি (Hooghly), পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (West Burdwan), পূর্ব বর্ধমান (East Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়ায় (Nadia)। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকলেও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস

সোম-মঙ্গল দু’দিনই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া (Weather Howrah West Bengal), কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের তুলনায় মঙ্গলবার কিছুটা বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বুধবার, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা, হাওড়া (Weather Howrah West Bengal), কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জুড়ে বৃষ্টি হবে একটু বেশি। ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আগামী কয়েকদিন (Weather Update for 15 Days) (Weather 20 Days)। হাওয়া অফিস জানিয়েছে, গোটা বঙ্গেরই বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও আছে। যার ফলে ফাঁকা জায়গায় থাকতে নিষেধ করছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা।

দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা
দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা

অন্যদিকে, সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। জানা গিয়েছে বিকানির (Bikaner), কোটা (Kota), সাগর (Sagar), ডালটনগঞ্জ (Daltonganj), বাঁকুড়া (Bankura) হয়ে দিঘার (Digha) ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। মঙ্গলবার তৈরী হওয়া ঘূর্ণাবর্ত ছাড়াও আরও একটি  সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ও রাজস্থান (Rajasthan) সংলগ্ন এলাকায় অবস্থান করছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File