Shivraj Patil | প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

Friday, December 12 2025, 6:17 am
highlightKey Highlights

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।


প্রয়াত দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ ও কংগ্রেসের প্রবীণ নেতা শিবরাজ পাটিল। শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে ৭ বার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। ৬ বছর লোকসভার স্পিকার ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রক ছাড়াও আরও একাধিক গুরুদায়িত্ব সামলেছেন। তিনি দায়িত্বে থাকাকালীন মুম্বইয়ের বুকে ২৬/১১র জঙ্গি হামলা ঘটে। তাঁর দায় নিয়ে পদত্যাগ করেছিলেন শিবরাজ। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File