দেশে নিষিদ্ধ হল প্লাস্টিক! নিষেধ না মানলে পেতে হবে বড় শাস্তি, জানুন কী কী ব্যবহার একেবারে বন্ধ

Sunday, July 3 2022, 8:16 am
highlightKey Highlights

ইতিমধ্যে ৭৫ মাইক্রনের কম প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এ বার পুরোপুরি ‘সিঙ্গল ইউজ প্লাস্টিক’ ব্যবহারে আনা হল নিষেধাজ্ঞা।


একাধিক বার প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার কথা ভাবা হয়েছে। কিন্তু সেই পরিকল্পনা এখনও বাস্তবায়ন করা হয়নি। অবশেষে গত শুক্রবার থেকে ‘সিঙ্গল ইউজ প্লাস্টিক’ দ্রব্য তৈরি, আমদানি, সরবরাহ এবং বিক্রিতে দেশ জুড়ে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

এ বার প্লাস্টিক নিষেধাজ্ঞা বলবৎ করতে কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছে সরকার। ঘোষণা হয়েছে, নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ‘সিঙ্গল ইউজ প্লাস্টিক’ ব্যবহার করলে পরিবেশ সুরক্ষা আইন (ইপিএ)-এর ১৫ অনুচ্ছেদ অনুযায়ী জেল কিংবা জরিমানা, অথবা দুই-ই হতে পারে।

Trending Updates

এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ‘‘কলকারখানা এমনকি, সাধারণ মানুষকেও প্লাস্টিক নিয়ে অনেক বার সতর্ক করা হয়েছে। বিশেষত ‘সিঙ্গল ইউজ প্লাস্টিক’ বন্ধ করার জন্য অনেক সময় দেওয়া হয়েছে। অবশেষে ১ জুলাই থেকে তা কার্যকর করা হচ্ছে।’’

পরিবেশ মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ‘এক্সপ্যান্ডেড পলিস্টিরিন’, ‘পলিস্টিরিন’-সহ যে কোনও ‘সিঙ্গল ইউজ প্লাস্টিকের’ উৎপাদন, বিক্রি, আমদানি, বিতরণ নিষিদ্ধ করা হয়েছে দেশে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File