Feminism: ধর্ষিতা তরুণীর কাহিনিতে স্তব্ধ রাষ্ট্রপুঞ্জ, খেতে হত মানুষের মাংস

Wednesday, July 6 2022, 2:49 pm
highlightKey Highlights

নারী অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের রাষ্ট্রপুঞ্জে জানায়, কঙ্গোয় এক মহিলাকে দু’বার অপহরণ করা হয়েছিল। সব শুনে স্তম্ভিত রাষ্ট্রপুঞ্জ।


গত ২৯ শে জুন ২০২২ (বুধবার) কঙ্গো-পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা চলছিল। সেই সময়ই কঙ্গোস্থিত একটি নারী অধিকার রক্ষা সংগঠনের প্রেসিডেন্ট জুলিয়েন লুসেঞ্জ একটি রুদ্ধশ্বাস ঘটনার কথা তুলে ধরেন। তাঁর মখ থেকে পুরো ঘটনা শুনে স্তম্ভিত রাষ্ট্রপুঞ্জ।

তিনি জানান, কঙ্গোর এক মহিলা কোডেকো জঙ্গিদের কাছে অন্য এক অপহৃতকে ছাড়াতে গিয়ে নিজেও অপহৃত হয়ে যান। জঙ্গিরা তাঁকে দু’বার অপহরণ করেছিল। অত্যাচারও চলেছে অকথ্য। তার পর তাঁর সামনেই এক জনের গলা কেটে ফেলে জঙ্গিরা। এর পর গলা কাটা দেহ থেকে অন্ত্রটি খুবলে বের করে মহিলার দিকে এগিয়ে দেয় জঙ্গিরা এবং তাঁকে সেই অন্ত্র রান্না করার নির্দেশ দেয়। সেই রান্না করা অন্ত্রই খেতে হয় মহিলাকে। শুধু তাই নয়, ক’দিন বাদে মহিলাকে কোডেকো জঙ্গিরা ছেড়ে দেয়।

Feminism
Feminism
Trending Updates

বাড়ি ফেরার পথে আবার সেই মহিলাকে অপহরণ করে অন্য এক জঙ্গিগোষ্ঠী। সেখানেও একই ঘটনা ঘটে তাঁর সঙ্গে। বার বার গণধর্ষণ এবং মানুষের মাংস রেঁধে খাওয়া! কোনও রকমে সেখান থেকে পালান মহিলা।

জুলিয়েনের মুখে মহিলার কথা শুনে স্তব্ধ হয়ে যায় নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি। প্রসঙ্গত, কঙ্গোয় গৃহযুদ্ধ সামাল দিতে দু’দশক ধরে সেখানে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন আছে। কিন্তু অশান্তি থামার নাম নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File