ক্রাইম

Sexual harassment: ছাত্রীকে যৌন হেনস্থার বিরুদ্ধে পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

Sexual harassment: ছাত্রীকে যৌন হেনস্থার বিরুদ্ধে পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
Key Highlights

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক ছাত্রী। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন কর্তৃপক্ষ ও যাদবপুর থানার পুলিশ।

প্রখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন এক ছাত্রী। অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। পাশাপাশি ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে পদক্ষেপ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যত দিন না তদন্ত শেষ হচ্ছে, তত দিন পঠনপাঠন সংক্রান্ত কোনও কাজে অভিযুক্ত শিক্ষককে যুক্ত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগকারিণী একটি বিশেষ বিষয়ে গবেষণা করছেন। গবেষণারত সেই ছাত্রী ফেসবুকে লিখেছেন, ‘আমার গবেষণাপত্র জমা দিতে ইচ্ছাকৃত ভাবে দেরি করছিলেন আমার সুপারভাইজার। কয়েক সপ্তাহ আগে কারণটা জানতে পারি। উনি আমায় ওঁর অফিসে ডেকে পাঠান। ওঁর নজর ছিল আমার উপর।’ 

ওই ছাত্রী দাবি করেছেন যে, তাঁর উরু, গালে স্পর্শ করেন ওই অধ্যাপক। দু’সপ্তাহ আগে এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন অভিযোগকারিণী। ছাত্রীর দাবি, এই ঘটনার পর হঠাৎই তাঁকে নিজের কোয়ার্টারে ডাকেন ওই অধ্যাপক। গবেষণাপত্র নিয়ে আলোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রিন জোনে দেখা করার প্রস্তাব দেন ছাত্রী। ওই ছাত্রীর দাবি, শিক্ষক বলেন, ‘অধ্যাপকের সঙ্গে গ্রিন জোনে বসবে!’ তার পর শিক্ষকের কোয়ার্টারে তিনি যান বলে দাবি। সেখানে তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।

যদিওবা অভিযুক্ত শিক্ষকের তরফে অবশ্য এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Dakshin Dinajpur | দক্ষিণ দিনাজপুরে পিক আপ ভ্যান ও চার চাকা গাড়ির সংঘর্ষে মৃত ২, আহত ১১ জন
Arunachal Pradesh | অরুণাচলের সরকারি স্কুলে লাগলো আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত তৃতীয় শ্রেণীর ছাত্র, আহত ৩
Sourav Ganguly | নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে কোচ হিসেবে যোগ দিলেন তিনি
Kolkata Metro | ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা, সুবিধা ভোগ করবেন দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরামগামী নিত্যযাত্রীরা
SSC | পরীক্ষার ডেট পেছোতে নারাজ এসএসসি, সুপ্রিম দরবারে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ
Open AI | AIর ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেবে এবার ভারতীয়রা, ভারতে প্রথম অফিস খুলছে ChatGPT!
ইংরেজি সাহিত্যের রূপকার, উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী | William Shakespeare Biography for Students in Bengali with PDF Download