ক্রাইম

Sexual harassment: ছাত্রীকে যৌন হেনস্থার বিরুদ্ধে পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

Sexual harassment: ছাত্রীকে যৌন হেনস্থার বিরুদ্ধে পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
Key Highlights

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক ছাত্রী। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন কর্তৃপক্ষ ও যাদবপুর থানার পুলিশ।

প্রখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন এক ছাত্রী। অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। পাশাপাশি ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে পদক্ষেপ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যত দিন না তদন্ত শেষ হচ্ছে, তত দিন পঠনপাঠন সংক্রান্ত কোনও কাজে অভিযুক্ত শিক্ষককে যুক্ত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগকারিণী একটি বিশেষ বিষয়ে গবেষণা করছেন। গবেষণারত সেই ছাত্রী ফেসবুকে লিখেছেন, ‘আমার গবেষণাপত্র জমা দিতে ইচ্ছাকৃত ভাবে দেরি করছিলেন আমার সুপারভাইজার। কয়েক সপ্তাহ আগে কারণটা জানতে পারি। উনি আমায় ওঁর অফিসে ডেকে পাঠান। ওঁর নজর ছিল আমার উপর।’ 

ওই ছাত্রী দাবি করেছেন যে, তাঁর উরু, গালে স্পর্শ করেন ওই অধ্যাপক। দু’সপ্তাহ আগে এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন অভিযোগকারিণী। ছাত্রীর দাবি, এই ঘটনার পর হঠাৎই তাঁকে নিজের কোয়ার্টারে ডাকেন ওই অধ্যাপক। গবেষণাপত্র নিয়ে আলোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রিন জোনে দেখা করার প্রস্তাব দেন ছাত্রী। ওই ছাত্রীর দাবি, শিক্ষক বলেন, ‘অধ্যাপকের সঙ্গে গ্রিন জোনে বসবে!’ তার পর শিক্ষকের কোয়ার্টারে তিনি যান বলে দাবি। সেখানে তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।

যদিওবা অভিযুক্ত শিক্ষকের তরফে অবশ্য এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Hemant Soren | ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন জেএমএম নেতা হেমন্ত সোরেন
Ind vs Aus । পারথে যশস্বী ম্যাজিক, যোগ্য সঙ্গত কে এল রাহুলের, ১৭২ রানের পার্টনারশিপে অপরাজিত ভারত
Maa Sarada | মা সরদার ১১৭তম জন্মবার্ষিকীতে পড়ুন সারদা দেবীর অমর বাণী এবং জীবনী!
আজকের সেরা খবর | পিছিয়ে গেলো সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি! বুধবার আরজি কর মামলা দিয়েই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে!
Coromandel Express Accident | করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যু প্রায় ৩০০ জনের! কী কারণে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? জানালেন রেলমন্ত্রী!
ইতু পূজার ইতিবৃত্ত | Details of Itu puja in bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo