দেশ

ISRO Aditya L-1 | সূর্যের উদ্দেশ্যে রওনা দিল 'আদিত্য এল ১'! গন্তব্যে কীভাবে পৌঁছবে 'আদিত্য’?

ISRO Aditya L-1 | সূর্যের উদ্দেশ্যে রওনা দিল 'আদিত্য এল ১'!  গন্তব্যে কীভাবে পৌঁছবে 'আদিত্য’?
Key Highlights

২রা সেপ্টেম্বর, সূর্যের উদ্দেশ্যে রওনা দিল ভারতের প্রথম সোলার মিশন মহাকাশযান ' আদিত্য এল ১'। গন্তব্যে পৌঁছতে মহাকাশযানের সময় লাগবে প্রায় চার মাস

সূর্যের উদ্দেশ্যে সফলভাবে রওনা দিল আদিত্য এল ১ (Aditya L 1)। আজ, ২রা সেপ্টেম্বর, সকাল ১১টা বেজে ৫০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space Centre, Sriharikota) থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organization) অর্থাৎ ইসরোর (ISRO)এই সৌর মহাকাশযানকে। নাসার (NASA) পর সূর্যের কাছে মহাকাশযান পাঠালো ভারত (India)। ফলে ফের আরেক বার গোটা বিশ্বের নজর কেড়ে ইতিহাস গড়লো দেশ।

এদিন পিএসএলভি (PSLV) রকেটে করে উড়ে গেল আদিত্য এল ১। ইসরো জানিয়েছে, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দিতে সূর্য ও পৃথিবীর মাঝের এক কক্ষপথ ' ল্যাগরাঞ্জিয়ান পয়েন্ট ' (Lagrangian point) বা এল পয়েন্টে (L point) পৌঁছে নানান পরীক্ষা করবে আদিত্য এল ১।   ইতিমধ্যেই, ইসরো চেয়ারম্যান এস সোমনাথ (ISRO Chairman S Somnath) জানিয়েছেন, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল অর্থাৎ পিএসএলভি থেকে সফলভাবে আলাদা হয়ে গিয়েছে আদিত্য এল ১।

সূর্যের কাছে কীভাবে পৌঁছবে আদিত্য এল ১ ? | How will Aditya L1 reach the Destination?

ইসরো জানিয়েছে,  উৎক্ষেপণের পর প্রায় ১৬দিন পৃথিবীর চারিদিকে পাক দেবে আদিত্য এল ১। এই ১৬ দিনে সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য পাঁচটি ধাপে গতিবেগ বাড়াবে মহাকাশযানটি। এরপর প্রতি ঘণ্টায় ১১৮ কিলোমিটার বেগে এগোতে থাকা আদিত্য এল ১ পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে বেরিয়ে যাবে। 

ইসরো এবং আদিত্য এল-১ সম্পর্কে আরও পড়ুন : সূর্যের উদ্দেশ্যে ইসরোর 'আদিত্য এল-১'! 

ভারতের প্রথম সোলার মিশনের (India's first solar mission) উদ্দেশ্যে রওনা হওয়া এই মহাকাশযানের গন্তব্য হলো পৃথিবী ও সূর্যের মাঝের একটি অরবিট বা কক্ষপথ যা পরিচিত এল পয়েন্ট নামে। সেখানে থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ১১০ দিন সূর্যকে পর্যবক্ষণ করবে আদিত্য এল ১। এই মহাকাশযানকে এমনভাবেই বানানো হয়েছে যাতে এটি কক্ষপথের বিপুল চাপ সহ্য করে অন্তত এক বছর ধরে ছবি এবং যাবতীয় তথ্য পাঠাতে পারে। 

ইসরো জানিয়েছে, জ্বালানি সহ প্রায় ১৫০০ কিলোগ্রাম ওজনের আদিত্য এল ১ সাতটা সায়েন্স পে লোড নিয়ে পৃথিবীর নিম্ন কক্ষ ৮০০ কিলোমিটার থেকে অরবিট এল পয়েন্টের দিকে যাত্রা করবে আদিত্য এল ১। গন্তব্যে পৌঁছে সূর্যের বাইরের সবচেয়ে উত্তপ্ত করোনার যাবতীয় তথ্য তুলে ধরবে আদিত্য এল ১। এছাড়াও সৌরঝড়, সূর্যের নানান বিষয়ে পরীক্ষা করবে সে। ভারতের এই প্রথম সূর্য অভিযান, আদিত্য এল-১ মিশনের (Aditya L-1 Mission) আসল উদ্দেশ্য হল, সূর্যের সবচেয়ে উত্তপ্ত অঞ্চল সোলার করোনাকে বোঝা। সূর্য থেকে আগুনে সৌররশ্মিরা কীভাবে ও কোন পথে পৃথিবীর দিকে ছুটে আসে তা গবেষণা করে দেখা। এছাড়াও সূর্যের শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের খোঁজ করতেও পাঠানো হয়েছে আদিত্য এল-১ সৌরযানকে। কারণ সূর্যের চৌম্বকক্ষেত্রে বিশাল পরিমাণ শক্তি রয়েছে। মাঝে মাঝে সেখানে বিকট বিস্ফোরণও হয় ঠিক পরমাণু বোমা ফাটার মতো। সেই শক্তি বেরিয়ে আসে যাকে বলা হয় ‘করোনাল মাস ইঞ্জেকশন’ (Coronal Mass Ejection)।

উল্লেখ্য, এর আগে সূর্যের সবচেয়ে কাছে মহাকাশযান পাঠিয়েছে নাসা। আদিত্য এল ১ সূর্যের অত কাছে পৌঁছতে না পারলেও, দ্বিতীয় দেশ হিসেবে সোলার মিশনের যাত্রা শুরু করলো ভারত।এদিন আদিত্য এল ১ এর উৎক্ষেপণের পর বেশ উচ্ছাস প্রকাশ করে শুভেচ্ছা বার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তিনি লেখেন, চন্দ্রযান ৩ (ISRO's Chandrayaan 3) এর সাফল্যের পর মহাকাশ গবেষণায় ফের কামাল করলো ভারত। সমস্ত বিজ্ঞানী এবং ইসরোর সকল ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছাও জানান তিনি।

 চন্দ্রযান ৩-এর সাফল্যের পর মহাকাশ গবেষণায় ফের কামাল করল ভারত। আমাদের সমস্ত বিজ্ঞানী, গবেষক এবং ইসরোর সকল ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা দানাই। আদিত্য এল-১ সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। মহাকাশকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার এবং মানবসভ্যতার উন্নতিতে এই বৈজ্ঞানিক পরীক্ষা আরও সাফল্য এনে দেবে বলেই আমার বিশ্বাস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

২৩ সে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস গড়েছে ইসরোর চন্দ্রযান ৩। বর্তমানে চাঁদে নানান পরীক্ষা নিরীক্ষা করছে রোভার 'প্রজ্ঞান ' (rover 'Pragyan')। এর দিন কয়েক পরেই সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল আদিত্য এল ১। সূর্যের কাছে পৌঁছতে এই মহাকাশযানের সময় লাগবে প্রায় চার মাস। ফলে গন্তব্যে পৌঁছনো পর্যন্ত আদিত্য এল ১ এর দিকে কড়া নজর থাকবে ইসরোর বিজ্ঞানীদের। 


Aurora in India | ব্রিটেন, ফ্রান্স, ইতালি থেকে লাদাখ! অন্ধকার আকাশে অরোরার রংবেরঙের খেলা! তবু কেন উদ্বেগ বৈজ্ঞানিকদের মধ্যে?দেখুন ভিডিও!
CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
Cyber Crime | পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ফোনে কেউ টাকা চাইছে? সাবধান! AI ভয়েস ক্লোনিং দ্বারা প্রতারিত হচ্ছেন বহু!
Stomach Health | গরমকালে এই কয়েকটা জিনিস মেনে চললেই আর হবে না পেট গরম! জানুন পেটের হাল ভালো রাখতে কী খাবেন, কী খাবেন না!
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য