Smriti Mandhana: সিরিজে সমতা ফিরিয়ে অপরাজিত অর্ধশত রান করে ম্যাচের সেরা স্মৃতি

Wednesday, September 14 2022, 9:56 am
highlightKey Highlights

IND-W vs ENG-W : জোর করে খেলানোর বদলা হরমনপ্রীতদের, মন্ধানার অর্ধশতরানে সিরিজে সমতা ফেরাল ভারতের মহিলা দল ইংল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে আট উইকেটে হারিয়ে দিল ভারতের মহিলা দল।


টসে জিতে ইংল্যান্ডের ব্যাট করার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। প্রথমে ১৬ রানে তিন উইকেট, সেখান থেকে ৫৪ রানে পাঁচ উইকেট পড়ে যায় তাদের। ইংল্যান্ডকে লজ্জার হাত থেকে বাঁচান মাইয়া বাউটার এবং ফ্রেয়া কেম্প। দু’জনে ষষ্ঠ উইকেটে ৬৫ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৩৪ রানে মাইয়া ফেরার পর ইংল্যান্ডকে টানেন কেম্প। ৫১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪২ তোলে ইংল্যান্ড।

India women cricket team
India women cricket team
Trending Updates

প্রথম ম্যাচে হেরে গিয়ে মাঠের খারাপ পরিস্থিতিকে দুষেছিলেন হরমনপ্রীত কৌররা। দ্বিতীয় ম্যাচে ভাল পরিবেশ পেয়েই ঘুরে দাঁড়াল ভারতের মহিলা দল। ইংল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে দিল আট উইকেটে। অপরাজিত অর্ধশতরান স্মৃতি মন্ধানার। একার হাতেই ম্যাচ জেতালেন ভারতকে। সিরিজে সমতা ফেরাল হরমনপ্রীতের দল।

Smriti Mandhana and Harmanpreet Kaur
Smriti Mandhana and Harmanpreet Kaur

গর্বের বিষয়, রান তাড়া করতে নেমে কখনওই সমস্যার মধ্যে পড়তে হয়নি ভারতীয় দলকে। প্রথম উইকেটেই উঠে যায় ৫৫ রান। এর পর ২০ রানে শেফালি বর্মা এবং ন’রানে দয়ালন হেমলতা আউট হওয়ার পর ভারতকে জিতিয়ে দেন স্মৃতি (অপরাজিত ৭৯) এবং হরমনপ্রীত (অপরাজিত ২৯)। স্মৃতির ইনিংসে রয়েছেন ১৩টি চার। হরমন চারটি চার মেরেছেন। ম্যাচের সেরা হয়েছে স্মৃতিই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File